তৈরি পোশাক শিল্পের আমদানি-রপ্তানি বাণিজ্যে সিএন্ডএফ এজেন্টদের ভূমিকা গুরুত্বপূর্ণ

মতবিনিময় সভায় বিজিএমইএ নেতৃবৃন্দ

আজাদী প্রতিবেদন | বুধবার , ২৬ জানুয়ারি, ২০২২ at ৮:০৩ পূর্বাহ্ণ

 

 

পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ এবং চিটাগাং কাস্টমস সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন নেতাদের মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার সন্ধ্যায় নগরীর খুলশীর বিজিএমইএ’র আঞ্চলিক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিজিএমইএ’র প্রথম সহসভাপতি সৈয়দ নজরুল ইসলাম বলেন, বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি তৈরি পোশাক শিল্পের আমদানিরপ্তানি কার্যক্রম দ্রুততার সাথে সম্পাদনে চিটাগাং কাস্টমস সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন কার্যকরী ভূমিকা পালন করছে। করোনা পরিস্থিতির মধ্যেও পোশাক শিল্পের আমদানিরপ্তানি কার্যক্রম পরিচালনায় কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষ পোশাক শিল্পকে অগ্রাধিকার দিচ্ছে। এটি আমাদের জন্য একটি ভালো দিক। করোনা পরিস্থিতির মধ্যেও স্বাস্থ্যবিধি প্রতিপালন করে কারখানার উৎপাদন কার্যক্রম সচল রাখায় বর্তমানে বিদেশিদের অর্ডারও বেশি পাচ্ছি। প্রাপ্ত রপ্তানি আদেশসমূহ বাস্তবায়নে আমদানিকৃত পণ্য চালান দ্রুত খালাস ও যথাসময়ে জাহাজীকরণে সিএন্ডএফ এজেন্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি পোশাক শিল্পের আমদানিরপ্তানি সংশ্লিষ্ট কাস্টমস ও বন্দরের কার্যক্রম সহজীকরণ পূর্বক দ্রুততার সাথে সম্পাদনের লক্ষ্যে কর্মকৌশল নির্ধারণে যৌথ ওয়ার্কিং কমিটি গঠন এবং রপ্তানির প্রবৃদ্ধি অব্যাহত রাখার স্বার্থে বিজিএমইএ ও সিএন্ডএফ এজেন্ট একযোগে কাজ করার উপর গুরুত্বারোপ করেন।

চিটাগাং কাস্টমস সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি একেএম আকতার হোসেন বলেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থানে পোশাক শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পোশাক শিল্পের রপ্তানির প্রবৃদ্ধির উপরই দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি নির্ভর করে। রপ্তানির স্বাভাবিক ধারা অব্যাহত রাখার লক্ষ্যে কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষের সাথে সমন্বয়ের মাধ্যমে আমদানিকৃত পণ্য চালান দ্রুত খালাস ও যথাসময়ে রপ্তানিতে সিএন্ডএফ এজেন্টগণ সচেষ্ট রয়েছে। পোশাক শিল্পের আমদানিরপ্তানিতে কাস্টমস ও বন্দর সংশ্লিষ্ট সমস্যা চিহ্নিতকরণসহ কার্যক্রম সহজীকরণে সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন বিজিএমইএ’র সাথে যৌথভাবে কার্যক্রম পরিচালনা করবে মর্মে তিনি আশ্বাস প্রদান করেন।

মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিজিএমইএর পরিচালক ও সাবেক প্রথম সহসভাপতি মোহাম্মদ আবদুস সালাম, সাবেক প্রথম সহসভাপতি এরশাদ উল্লাহ, এসএম আবু তৈয়ব, নাসিরউদ্দিন আহমেদ চৌধুরী, নাসিরউদ্দিন চৌধুরী, মঈনউদ্দিন আহমেদ মিন্টু, সাবেক সহসভাপতি এএম চৌধুরী সেলিম, সাবেক পরিচালক অঞ্জন শেখর দাশ এবং চিটাগাং কাস্টমস সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মাহমুদ ইমাম বিলু, কাস্টমস বিষয়ক সম্পাদক ওবাইদুল হক আলমগীর, বন্দর বিষয়ক সম্পাদক লিয়াকত আলী হাওলাদার এবং যুগ্ম বন্দর সম্পাদক আমিনুল হক প্রমুখ। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজিএমইএ’র সহসভাপতি পরিচালক রাকিবুল আলম চৌধুরী, সাবেক সহসভাপতি মোহাম্মদ ফেরদৌস, পরিচালক মো. হাসান জ্যাকী, এম আহসানুল হক, সাবেক পরিচালক লিয়াকত আলী চৌধুরী, মোহাম্মদ মুসা, শেখ সাদী প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধভ্যাকসিনের আওতায় চট্টগ্রামের মাদকাসক্তি চিকিৎসাকেন্দ্র
পরবর্তী নিবন্ধপোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন লাইব্রেরি প্রোগ্রাম চালু