তেল সেক্টরকে দুর্নীতি ও ফ্যাসিবাদমুক্ত করুন

বিপিসি শ্রমিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় শাহজাহান চৌধুরী

| শুক্রবার , ১৬ মে, ২০২৫ at ৬:২৩ পূর্বাহ্ণ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরীর আমীর শাহজাহান চৌধুরী বলেছেন, আওয়ামী ফ্যাসিজমের সাড়ে ১৫ বছরের শাসনকালে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)) ও অঙ্গ প্রতিষ্ঠানে দুর্নীতি, শ্রমিক হয়রানি ও দলীয়ভাবে চরম বৈষম্য করা হয়েছে। তিনি বলেন, ৩৬ জুলাই তথা আগস্ট বিপ্লবের পর অর্ন্তবর্তীকালীন সরকার অনিয়ম, বৈষম্য ও দুর্নীতির বিরুদ্ধে কাজ শুরু করেছে। তিনি তেল সেক্টরকে দুর্নীতি ও ফ্যাসিবাদ মুক্ত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আহ্বান জানান। তিনি শ্রমিক নেতৃবৃন্দকে দুর্নীতি মুক্ত থেকে অন্যায় বৈষম্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করার আহ্বান জানান।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ফেডারেশনের কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক ও নগর সভাপতি এস এম লুৎফর রহমানের সভাপতিত্বে গত ১৪ মে বিআইএ কনফারেন্স রুমে মতবিনিময় সভায় আরো বক্তব্য দেন, মহানগরীর সহসভাপতি নজির হোসেন, সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী, জামায়াতে ইসলামীর ৪০ নং ওয়ার্ডের আমীর মুহাম্মদ ইউসুফ, শ্রমিক কল্যাণ ফেডারেশন বিপিসি সেক্টরের সভাপতি আবু নাঈম সুজন, সহসভাপতি অ্যাডভোকেট শাহজাহান চৌধুরী, সাধারণ সম্পাদক মুহাম্মদ আনোয়ার হোসেনসহ বিপিসির নেতৃবৃন্দ।

সভাপতির বক্তব্যে এস এম লুৎফর রহমান বলেন, আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে তাই তেল সেক্টরে শ্রমিক লীগ পরিচালিত ট্রেড ইউনিয়নগুলোর নিবন্ধন বাতিল সিবিএ ভেঙে দিয়ে দ্রুত সিবিএ নির্বাচনের দাবি জানান জানান। নিয়োগ ও বদলিতে বৈষম্য দূর করার আহ্বান জানান এবং অস্থায়ী শ্রমিকদের অগ্রাধিকার ভিত্তিতে স্থায়ীভাবে নিয়োগ দেয়ার দাবি জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম কাস্টমস্‌ এজেন্টস্‌ এসোসিয়েশনের সাধারণ সভা
পরবর্তী নিবন্ধহাসান মসফিক