নিষেধাজ্ঞায় জর্জরিত রুশ তেল-গ্যাস খাতে বিনিয়োগ আরও বাড়াতে ভারতকে অনুরোধ করেছে মস্কো। তারা এশিয়ার তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশে রাশিয়ার কোম্পানিগুলোর বিক্রয় নেটওয়ার্ক আরও বিস্তৃত করতেও আগ্রহী। ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর পশ্চিমা দেশগুলো মস্কোর ওপর ব্যাপক নিষেধাজ্ঞা দেওয়ায় রুশ অর্থনীতি ১৯৯১-এ সোভিয়েত ইউনিয়নের পতনের পর সবচেয়ে মারাত্মক সময় অতিক্রম করছে। খবর বিডিনিউজের।
ভারতকে তাদের অনেক পশ্চিমা মিত্র ইউক্রেনে রাশিয়ার পদক্ষেপের নিন্দা জানাতে চাপ দিয়ে আসছে, যদিও নয়া দিল্লি এখন পর্যন্ত সে পথে হাঁটেনি, দীর্ঘদিন ধরে তাদেরকে অস্ত্র সরবরাহ করা মস্কোর বিরুদ্ধে জাতিসংঘে ভোটদান থেকেও বিরত থেকেছে তারা। ভারতে রাশিয়ার তেল ও পেট্রলিয়াম পণ্য রপ্তানি ১০০ কোটি ডলারের দিকে এগোচ্ছে, এই অঙ্ক আরও বাড়ানোর সুযোগ রয়েছে, রাশিয়ার উপপ্রধানমন্ত্রী আলেঙান্ডার নোভাক এমনটাই বলেছেন বলে শুক্রবার ভারতের রুশ দূতাবাসের দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে।
নোভাক ভারতের পেট্রলিয়াম ও প্রাকৃতিক গ্যাস বিষয়ক মন্ত্রী হারদীপ সিং পুরিকে বলেছেন, রাশিয়ার তেল ও গ্যাস খাতে আরও ভারতীয় বিনিয়োগ এবং ভারতে রাশিয়ার কোম্পানিগুলোর বিক্রয় নেটওয়ার্ক বিস্তৃতিতে আগ্রহী আমরা।