Home আজকের পত্রিকা প্রথম পাতা তেল খালাস করে ফেরার পথে ট্রেনের ওয়াগন লাইনচ্যুত

তেল খালাস করে ফেরার পথে ট্রেনের ওয়াগন লাইনচ্যুত

0
তেল খালাস করে ফেরার পথে  ট্রেনের ওয়াগন লাইনচ্যুত

হাটহাজারী বিদ্যুৎকেন্দ্রে তেল খালাস করে চট্টগ্রামে ফেরার পথে অক্সিজেন এলাকায় ট্রেনের একটি ওয়াগন লাইনচ্যুত হয়েছে। তবে এতে কোনো হাতাহত হয়নি বলে জানান স্থানীয়রা।

গতকাল বুধবার বিকেল সাড়ে ৩টায় লাইনচ্যুত হলে রাত সাড়ে ৮টার দিকে দুর্ঘটনাকবলিত ওয়াগনটি উদ্ধার করা হয়। ষোলশহর রেলওয়ে স্টেশন মাস্টার জয়নাল আবেদীন বলেন, ক্যান্টমেন্টের পরে অক্সিজেনের আগে করে পিডিবি হাটহাজারী তেলের ওয়াগনটি হাটহাজারী বিদ্যুৎ কেন্দ্রে তেল খালাস করে ফেরার পথে ট্রেনটির একটি বগির ৪টি চাকা লাইনচ্যুত হয়। রাত সাড়ে ৮টায় তেলবাহী ট্রেনটির লাইনচ্যুত ওয়াগনটি উদ্ধার করি। এরপর থেকে এ রুটের ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। চট্টগ্রাম স্টেশন ম্যানেজার মো. মনিরুজ্জামান আজাদীকে বলেন, এ ঘটনায় কোনো হাতাহত হয়নি।