তেলের দাম কমার সুফল জনগণ ভোগ করার ব্যবস্থা নেয়া হোক

| সোমবার , ৯ সেপ্টেম্বর, ২০২৪ at ৭:৩৯ পূর্বাহ্ণ

দেশে যখন তেল বা গ্যাসের দাম বৃদ্ধি করা হয় তখন পাবলিক পরিবহনগুলোর ড্রাইভাররা ভাড়া বাড়ানোর সুবিধা নিতে দেখা যায়, অর্থাৎ তেলের দাম বাড়লে বলে আমার গাড়ি তেল দিয়ে চালায়, আর গ্যাসের দাম বাড়লে বলে আমার গাড়ি গ্যাস দিয়ে চালায়। উভয় দিক দিয়ে সুবিধা গ্রহণে ব্যস্ত থাকে। এখন দেশে তেলের দাম কমানো হয়েছে সুতরাং তেলবাহী পরিবহনগুলো অতীতে বৃদ্ধি করা ভাড়া কমিয়ে জনগণকে স্বস্তি দেয়া হোক। এই ব্যাপারে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। না হয় সুবিধাভোগীরা সুবিধা ভোগ করতেই থাকবে আর জনগণের কষ্ট থেকেই যাবে। দাম কমার সুফল থেকে জনগণ বঞ্চিত হবে।

মুহাম্মদ শাহাদাত হোসেন

চট্টগ্রাম

পূর্ববর্তী নিবন্ধমাও সে তুং : আধুনিক চীনের প্রতিষ্ঠাতা
পরবর্তী নিবন্ধকারো বিরক্তির কারণ হবেন না