ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, নিজস্ব শক্তি ও সামর্থ্যের ওপর নির্ভর করলে শত্রুরা তেল নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে ইরানের জন্য কোনো সমস্যাই তৈরি করতে পারবে না। বার্তা সংস্থা ইরনার উদ্ধৃতি দিয়ে দিয়ে এএফপি আরো জানিয়েছে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান গত বৃহস্পতিবার দক্ষিণ–পূর্ব তেহরান প্রদেশের শিল্প ও হস্তশিল্পীদের সাথে এক বৈঠকে এ মন্তব্য করেন। খবর বাসসের।
তিনি জোর দিয়ে বলেছেন, ইরানি জনগণের বিরুদ্ধে শত্রুরা যতই ষড়যন্ত্র করুক কোনো লাভ হবে না। তিনি আরো বলেছেন, কোনো জাতি তার নিজস্ব বস্তুগত মূলধনের ওপর নির্ভরশীল থাকবে একদিন ধ্বংস হয়ে যাবে। কাজেই মানবসম্পদ, উৎপাদনকারী, শিল্পী, ব্যবসায়ী এবং বিজ্ঞানীদের প্রতি মনোযোগ দেওয়া উচিত। দেশের বিজ্ঞানী, বিশেষজ্ঞ, শিল্পী এবং উৎপাদনকারীদের সক্ষমতার কথা উল্লেখ করে পেজেশকিয়ান বলেছেন, শিল্প–কর্মীদের জন্য সরকার নিঃশর্ত সহযোগিতা দেওয়াকে সমর্থন করছে এবং এই গোষ্ঠীকে কাজ করার জন্য উপযুক্ত প্ল্যাটফর্ম তৈরির ওপর সরকার গুরুত্ব দিচ্ছে।