তেলাপোকা মারার ওষুধ খেয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০১৭–১৮ শিক্ষাবর্ষের এক ছাত্রী আত্মহত্যা করেছেন। গতকাল বৃহস্পতিবার বিকেল চারটার দিকে এ ঘটনা ঘটে।
নিহতের নিজ বাড়ি খাগড়াছড়ি জেলার মানিকছড়ি। বিশ্ববিদ্যালয়ের শাহী কলোনির বিপরীত পাশে পরিবারের সাথে বসবাস করতেন তিনি। জানা যায়, বিকেলে তেলাপোকা মারার ওষুধ খেয়ে নেন তিনি। এরপর পরিবারের সদস্যরা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে সন্ধ্যার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। বিষয়টি নিশ্চিত করে চবি প্রক্টর ড. নূরুল আজিম সিকদার বলেন, আমি বিষয়টি শুনার পর ঘটনাস্থলে যাই। কিন্তু তাদের বাসা তালাবদ্ধ ছিল। মেয়েটির মরদেহ এখন চমেক হাসপাতালে আছে।