তেঁতুলিয়া থেকে পায়ে হেঁটে আকাশ চট্টগ্রামে।। গন্তব্য টেকনাফ

রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধের প্রতিবাদ

সীতাকুণ্ড প্রতিনিধি | মঙ্গলবার , ২৩ ফেব্রুয়ারি, ২০২১ at ৬:৫২ পূর্বাহ্ণ

প্রতিবাদের ভাষা কখনো কখনো ব্যতিক্রম হয়। সচেতনতামূলক প্রতিবাদগুলো সাধারণত ব্যক্তি উদ্যোগে হয়ে থাকে। কিন্তু এবার সম্পূর্ণ নিজে স্বপ্রণোদিত হয়ে দেশের জিরো পয়েন্ট তেঁতুলিয়া থেকে পায়ে হেঁটে সীতাকুণ্ড হয়ে এখন চট্টগ্রাম পৌঁছেছেন আশরাফি আরাফাত আকাশ নামের এক যুবক। ‘পাটকল কোন দর্জিখানা নয়, বন্ধ করার চক্রান্ত থামাও’ শ্লোগান নিয়ে তার এই প্রতিবাদ পদযাত্রা।
সীতাকুণ্ডে অবস্থানকালে তিনি সামপ্রতিক বন্ধ হয়ে যাওয়া চারটি রাষ্ট্রায়ত্ব পাটকলের গেইটে চটের তৈরি ব্যানার নিয়ে দাঁড়িয়ে প্রতিবাদ জানান। আকাশ গত ২ ফেব্রুয়ারি মঙ্গলবার ভোর ৬টায় দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ার জিরো পয়েন্ট থেকে হেঁটে রওনা দেন। ২১ দিনে গতকাল সোমবার সীতাকুণ্ডে পৌঁছেন। সেখানে কর্মসূচি পালন করে তিনি চট্টগ্রামে উদ্দেশ্যে রওয়ানা দেন।
আকাশ বলেন, দেশে একই সময়ে ২৫টি রাষ্ট্রায়াত্ব পাটকল বন্ধ করে দিয়েছে সরকার। যার ফলে হাজার হাজার মেহনতি শ্রমিক বেকার হয়ে পড়েন। তারা এখন পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন-যাপন করছেন। আর এর প্রতিবাদ স্বরূপ আমি পায়ে হেঁটে তেঁতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত যাবো এবং যতগুলো বন্ধ হয়ে যাওয়া জুট মিল আছে সবগুলোর গেইটে অবস্থান নেবো।
টেকনাফ পৌঁছাতে সময় লাগবে প্রায় একমাস। আশরাফি আরাফাত আকাশ রংপুর জেলার কোতোয়ালী থানার মহাদেবপুর গ্রামের মো. মুসা মিয়ার ছেলে। তিনি এর আগেও বিভিন্ন প্রতিবাদ ও সচেতনতামূলক পদযাত্রা করেছেন বলে জানান। তিনি সীতাকুণ্ডে পৌঁছলে সামাজিক সংগঠন স্মাইল বাংলাদের এর পরিচালক নজরুল ইসলাম জয় তাঁকে স্বাগত জানান।

পূর্ববর্তী নিবন্ধঝাউতলায় চসিক পরিচ্ছন্নকর্মীর লাশ উদ্ধার
পরবর্তী নিবন্ধকক্সবাজার সওজকে ২০ লাখ জরিমানা