চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের (চমেক) ৩য় শ্রেণী মেডিকেল সরকারি কর্মচারী সমিতির (তৃমেসকস) নির্বাচন (২০২৩–২০২৫) সম্পন্ন হয়েছে। সভাপতি হিসেবে এস এম বশির উদ্দিন ও সাধারণ সম্পাদক পদে মো. জাকির হোসেন নির্বাচিত হয়েছেন। গত ১৩ সেপ্টেম্বর নির্বাচনের কার্যক্রম শেষে নতুন কমিটির নাম ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ডা. মো. রিজোয়ান রেহান। নির্বাচনে সহ–সভাপতি হিসেবে অমিত ঘোষ, সহ–সাধারণ সম্পাদক মিল্টন শর্মা, যুগ্ম–সম্পাদক মো. ঈমাম উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মো. কামরুজ্জামান, অর্থ সম্পাদক আবু ছায়েম, দপ্তর সম্পাদক মো. জসিম উদ্দিন, প্রচার সম্পাদক শওকত মাহমুদ চৌধুরী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সুকান্ত চক্রবর্তী, সমাজ কল্যাণ সম্পাদক লুৎফুল কবির লিটন, কার্যনির্বাহী সদস্য হিসেবে আবদুল্লা আল মামুন, আশিষ কুমার বল, মো. মহিউদ্দিন ও গাজী সোহানুর রহমান নির্বাচিত হন। প্রেস বিজ্ঞপ্তি।