তৃতীয় দিন শেষে পদক তালিকার শীর্ষে চট্টগ্রাম

শেখ কামাল যুব গেমস

ক্রীড়া প্রতিবেদক | বুধবার , ১ মার্চ, ২০২৩ at ১০:৩৮ পূর্বাহ্ণ

শেখ কামাল যুব গেমসে চট্টগ্রামের আধিপত্য চলছেই। গেমসের তৃতীয় দিন শেষে ১৯ টি স্বর্ণ, ১২টি রৌপ্য এবং ১৮টি ব্রোঞ্জ সহ মোট ৫৯টি পদক নিয়ে পদক তালিকার শীর্ষে চট্টগ্রাম বিভাগ। এই পদকের মধ্যে তায়কোয়ান্ডো থেকে এসেছে সর্বোচ্চ ২৪টি পদক। যেখানে ১০টি স্বর্ণ, ৪টা রৌপ্য এবং ১০টা তাম্র পদক নিয়ে দলগত চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম। এছাড়া সাইক্লিং থেকে এসেছে ৪টি স্বর্ণ এবং ৪টি রৌপ্য পদক। গতকাল ব্যাডমিন্টন থেকে একটি স্বর্ণ পদক জিতেছে চট্টগ্রাম। ব্যাডমিন্টন মিশ্র দ্বৈত ইভেন্টে সিফাত উল্লাহ গালিব ও আইনান তাজরিন জুটি ফাইনালে ঢাকা বিভাগকে পরাজিত করে স্বর্ণ পদক জিতে নেয়। দাবার দলগত প্রতিযোগিতায় চট্টগ্রাম বিভাগ দ্বিতীয় স্থান অর্জন করেছে। এই প্রতিযোগিতায় ২টি স্বর্ণ, ২টি রৌপ্য এবং ২টি ব্রোঞ্জ পদক লাভ করে চট্টগ্রাম।

জুডোতে গতকাল ২টি স্বর্ণ পদক লাভ করে চট্টগ্রাম বিভাগ। এই ইভেন্টের ৫০ কেজি ওজন শ্রেণীতে আপ্রুসে মারমা এবং ৪৫ কেজি ওজন শ্রেণীতে ইব্রাহিম খলিলুল্লাহ স্বর্ণ পদক এনে দেন চট্টগ্রামকে। এছাড়া ৪৫ কেজি ওজন শ্রেণীতে শওকতুল ইসলাম এবং রাজিয়া আক্তার রৌপ্য পদক লাভ করে। ৬০ কেজি ওজন শ্রেণীতে আইনুল হক এবং ৩৬ কেজি ওজন শ্রেণীতে ফাবলিহা নুর চৌধুরী ব্রোঞ্জ পদক লাভ করে।

এদিকে গতকাল হকিতে তরুণী দল টাইব্রেকারে ৪৩ গোলে শক্তিশালী রাজশাহী বিভাগকে পরাজিত করে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে। আগামীকাল দুপুর ১টায় ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। ফাইনালে চট্টগ্রাম খেলবে ঢাকা বিভাগ ও খুলনা বিভাগের বিজয়ী দলের সাথে। এই ইভেন্ট থেকে একটি পদক নিশ্চিত করেছে চট্টগ্রাম। তবে ছেলেদের হকির সেমিফাইনালে চট্টগ্রাম বিভাগীয় দল ৪২ গোল শক্তিশালী রাজশাহী বিভাগের কাছে হেরে গেছে। ফলে আজ বিকেল ৩ টায় তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে খেলবে চট্টগ্রাম। এছাড়া বাস্কেটবল দল সেমিফাইনালে উন্নীত হয়েছে। কাবাডি তরুণ ও তরুণী উভয় দলই সেমিফাইনালে উন্নীত হয়েছে। তবে ভলিবল ইভেন্টের সেমিফাইনালে তরুণ ও তরুণী উভয় দলই সেমিফাইনালে হাড্ডাহাড্ডি লড়াই করে পরাজিত হয়েছে। অথচ ভলিবল দল গত আসরে স্বর্ণ পদক জিতেছিল।

পূর্ববর্তী নিবন্ধসপ্তম জয়ে শিরোপার পথে আরো এগিয়ে আবাহনী
পরবর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৪.৭৭ কোটি টাকা