নগর ছাত্রলীগ নেতা সুদীপ্ত বিশ্বাস হত্যা মামলায় ফের পিছিয়েছে চার্জ গঠন। এ নিয়ে তৃতীয়বারের মতো চার্জ গঠন হওয়ার কথা থাকলেও তা হয়নি।
মামলার বাদীর আইনজীবী শৈবাল দাশ আজাদীকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ২য় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে আজ (গতকাল) এ মামলায় চার্জ গঠনের জন্য দিন ধার্য ছিল। কিন্তু তা হয়নি। আদালত আগামী ২০ জুন চার্জ গঠনের জন্য পরবর্তী দিন ধার্য করেছেন।
আদালত সূত্র জানায়, এর আগে গত ১৯ জানুয়ারি ও ২২ মার্চ চাঞ্চল্যকর এ মামলায় চার্জ গঠনের জন্য দিন ধার্য ছিল। কিন্তু বিচারক না থাকাসহ নানা কারণে তা হয়নি।
২০১৭ সালের ৬ অক্টোবর সদরঘাট থানাধীন দক্ষিণ নালাপাড়ার নিজ বাসার সামনে সুদীপ্ত বিশ্বাসকে পিটিয়ে খুন করা হয়। ফেসবুকে লেখালেখির জেরে দলীয় কোন্দলের কারণে এ ঘটনা ঘটে-এমনটা উঠে আসে তদন্তে। সুদীপ্তের বাবা স্কুল শিক্ষক মেঘনাথ বিশ্বাসের করা মামলায় গত বছরের ১ ফেব্রুয়ারি ২৪ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেয় পিবিআই।
এর মধ্যে রয়েছেন লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিদারুল আলম মাসুমও। চার্জশিটে বলা হয়, মাসুমের নির্দেশে ও আইনুল কাদের নামের একজনের নেতৃত্বে সুদীপ্ত খুন হয়।