তৃতীয় ম্যাচে নেপালকে হারিয়ে এগিয়ে গেল বাংলাদেশ

কাবাডি সিরিজ

স্পোর্টস ডেস্ক | বুধবার , ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ at ১০:৩৯ পূর্বাহ্ণ

পাঁচ ম্যাচের কাবাডি সিরিজে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। পল্টন ময়দানে অনুষ্ঠিত তৃতীয় ম্যাচে ৪২৩৭ পয়েন্টে নেপালকে হারিয়ে সিরিজে ২১ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিক দল। আগের ম্যাচের মতো গতকালের ম্যাচেও দারুণ উত্তেজনা ছড়িয়েছে। দ্বিতীয় ম্যাচ দারুণভাবে জয়ের পর তৃতীয় ম্যাচের শুরু থেকে যথেষ্ট আত্মবিশ্বাসী দেখা গেছে নেপালকে। প্রথমেই দুই পয়েন্ট আদায় করে নেয় তারা। আগের ম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশও পয়েন্ট সংগ্রহের দিকে মনযোগী হয়। লড়াই যে জমে উঠবে সেটা ম্যাচের শুরুর প্রতিদ্বন্দ্বিতাই বলে দিয়েছে। প্রথমার্ধেই হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে দুই দলের মাঝে। সমান তালে খেলছে বাংলাদেশ ও নেপাল। মাত্র তিন পয়েন্টের লিড নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ। প্রথমার্ধে ২০১৭ পয়েন্টে এগিয়ে ছিল স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধেও লিড ধরে ম্যাচে এগিয়ে যেতে থাকে বাংলাদেশ। তবে ম্যাচে প্রথম লোনা পায় নেপাল। আর এক সময় ব্যাবধান কমিয়ে ম্যাচে এগিয়ে যায় সফরকারীরা। বাংলাদেশও ঘুরে দাঁড়ায়। এক সময় নেপাল এগিয়েছে। আবার প্রতিপক্ষকে টপকে বাংলাদেশও লিড নিয়েছে। সিরিজে এগিয়ে যেতে দুই দলই তাদের সেরাটা দেয়ার চেষ্টা করেছে। তবে ম্যাচের শেষ মিনিটে লোনা সহ চার পয়েন্ট পেয়ে অনেকটা এগিয়ে যায় বাংলাদেশ। নেপাল আর ম্যাচে ফেরার সুযোগ পায়নি। শেষ পর্যন্ত জয় নিয়ে খেলা শেষ করে বাংলাদেশ। ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন বাংলাদেশের দিপায়ন গোলদার।

পাঁচ ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে নেপালকে ২৪ পয়েন্টের ব্যবধানে হারায় লাল সবুজের প্রতিনিধিরা। পাঁচটি লোনাসহ ৫৩২৯ পয়েন্টে নেপালকে হারিয়ে সিরিজে ১০ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ। কিন্তু দ্বিতীয় ম্যাচে নেপাল ৪৫৪২ পয়েন্টে বাংলাদেশকে হারিয়ে সিরিজে ১১ এ সমতা আনে। আজ একই ভেন্যুতে বিকাল সাড়ে তিনটায় শুরু হবে সিরিজের চতুর্থ ম্যাচ।

পূর্ববর্তী নিবন্ধক্ষুদ্ধ আফ্রিদি বললেন বাবর-রিজওয়ানরা যেন আশি-নব্বই দশকের ক্রিকেট খেলছে
পরবর্তী নিবন্ধজনাব আলী পাইলট প্রাইমারী স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা