তৃতীয় বিভাগ ফুটবল লিগ শুরু আজ

ক্রীড়া প্রতিবেদক | বুধবার , ২২ মে, ২০২৪ at ১১:১০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা ও চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন আয়োজিত তৃতীয় বিভাগ ফুটবল লিগে মাঠে গড়াচ্ছে আজ। শাহ আজিজ ইন্টারন্যাশনাল লিঃ এর আর্থিক পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই লিগের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে রাফা ক্রিকেট ক্লাব বনাম কল্লোল সংঘ গ্রীন। এর আগে বিকেলে হালি শহরস্থ চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লিগের উদ্বোধন করবেন সিজেকেএস সাধারণ সম্পাদক আ..ম নাছির উদ্দীন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শাহ আজিজ ইন্টারন্যাশনাল লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ রাশেদুর রহমান। এবারের লিগে নির্ধারিত ২৩টি দল অংশগ্রহণ করছে। অংশগ্রহণকারী দল সমূহকে লটারীর মাধ্যমে ৬ গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপ পর্ব শেষে ছয় গ্রুপের শীর্ষ ছয়টি দল খেলবে আবার দুই গ্রুপে ভাগ হয়ে। এরপর দুই গ্রুপের শীর্ষ দুটি করে চারটি দল খেরবে সরাসরি সুপার ফোর পর্বে। সে পর্ব শেষে পয়েন্ট তালিকার সবার উপরের দলটি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করবে। তবে শীর্ষ দুটি দল দ্বিতীয় বিভাগে উত্তীর্ন হবে। প্রতিদিন দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। এবারের লিগের বাজেট ধরা হয়েছে পাচঁ লক্ষ ত্রিশ হাজার টাকা। যা স্পন্সর প্রতিষ্টান প্রদান করবে। এদিকে লিগের প্রাক্কালে গতকাল বিকেলে এম এ আজিজ স্টেডিামস্থ সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত চৌধুরী পাবলু। বক্তব্য রাখেন সিডিএফএ সভাপতি এস.এম. শহীদুল ইসলাম, সিডিএফএ সহসভাপতি নজরুল ইসলাম লেদু এবং স্পন্সর প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ রাশেদুর রহমান মিলন। এসময় অণ্যান্যের মধ্যে উপস্থিথ ছিলেণ সিজেকেএস যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, সিডিএফএ কোষাধ্যক্ষ মোহাঃ শাহজাহান, সিজেকেএস নির্বাহী সদস্য গোলাম মহিউদ্দীন হাসান, হাসান মুরাদ বিপ্লব, আক্তারুজ্জামান, মো: মুজিবর রহমান, সিডিএফএ নির্বাহী সদস্য কাজী মো: জসিম উদ্দীন, সিডিএফএ যুগ্ম সম্পাদক সালাউদ্দিন জাহেদ, সিজেকেএস কাউন্সিলর মাহমুদুর রহমান মাহবুব, লোকমান হাকিম মো: ইব্রাহিম, হারুন আল রশীদ, আলী হাসান রাজু, রায়হান উদ্দীন রুবেল, সাইফুল্লাহ চৌধুরী, সাইফুল আলম খান, মোহাম্মদ জাফর ইকবাল, এম..মুসা বাবুল, আসাদুজ্জামান খান, জসিমুল হুদা, সামিউল হাসান রুমন, আজাদ রহামান, সিডিএফএ কাউন্সিলর আলী আকবর, আইনুল কবির জিতু, মোঃ জহির উদ্দীন, সিডিএফএ দপ্তর সচিব আজিজুল হক বুলবুল প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধ১ম বিভাগ ক্রিকেট লিগের রেলিগেশন পর্বে উল্লাসের জয়
পরবর্তী নিবন্ধতৃতীয় স্থানে থেকে লিগ শেষ করল পাইরেটস