তৃতীয় ধাপে স্কুল পর্যায়ে নিষ্ঠার ফ্রি ব্লাড গ্রুপিং

| বুধবার , ২২ মে, ২০২৪ at ১১:২৬ পূর্বাহ্ণ

নিষ্ঠা ফাউন্ডেশনের উদ্যোগে স্কুল পর্যায়ে তৃতীয় ধাপে ব্লাড গ্রুপ নির্ণয় কর্মসূচি গত ২০ মে সোমবার কালুরঘাটস্থ ইউসেপ এ. কে. খান টেকনিক্যল স্কুলে অনুষ্ঠিত হয়। এতে স্কুলের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তার মধ্যে ৬৭০ জনের বিনামূল্যে ব্লাড গ্রুপ নির্ণয় করা হয়। নিষ্ঠার ব্লাড সার্ভিস উপকমিটির প্রধান রিফাত ও এপিআরও আসিফের নেতৃত্বে তাবাসসুম, সাজ্জাদ, ওয়াকিয়া, মেহেরুন নিসা, নিহাল, আকলিমা, সাবরিনা, সাথিম উক্ত কার্যক্রম পরিচালনা করেন। কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান ইউসেপের রিজিওন্যাল ম্যানেজার প্রকৌশলী মাসুদ আলমের সভাপতিত্বে এবং সোস্যাল ইনক্লুশন নন্দিতা চক্রবর্ত্তী ও ফুয়াদ হাসানের সঞ্চলানায় অনুষ্ঠিত হয়। কর্মসূচির উদ্বোধন করেন নিষ্ঠার জেনারেল সেক্রেটারি ও চবি অধ্যাপক ড. মুহাম্মদ নুর হোসাইন। প্রধান অতিথি ছিলেন কোয়ালিটি ফ্যাশন ওয়্যার লি. এর ব্যবস্থাপনা পরিচালক মো. শাহজাহান লিটন। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকার সৈয়দ কুতুবউদ্দিন আলম ওয়াহিদুল ইসলাম পাটোয়ারী। প্রধান অতিথি বলেন, প্রত্যেককে নিজের স্বার্থেই ব্লাড গ্রুপিং করতে হবে। প্রাপ্ত বয়স্ক সুস্থ মানুষ রক্ত দিলে নিজের যেমন কল্যাণ হয় তেমন নিজের শরীরও সুস্থ থাকে।

. মুহাম্মদ নুর হোসাইন বলেন, রক্ত বিষয়ক সচেতনতা সৃষ্টি, রক্তদানের অভ্যাস গড়া, রক্তের গ্রুপ নির্ণয় ইত্যাদি কর্মসূচির মাধ্যমে নিরাপদ রক্তের অভাব শতভাগ পূরণ করতে হবে। দেশের যেকোনো প্রান্তে যে কোনো মুহূর্তে সহজভাবে বিনামূল্যে নিরাপদ রক্তের ব্যবস্থা করার প্রকল্প নিয়ে কাজ করে যাচ্ছে নিষ্ঠা ফাউন্ডেশন। তিনি ইউসেপ কর্তৃপক্ষকে সুন্দর আয়োজনের জন্য ধন্যবাদ জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীর সরলে অগ্নিকাণ্ডে ২ বসতঘর ভস্মীভূত
পরবর্তী নিবন্ধবিজিসি ট্রাস্ট ভার্সিটির ইংরেজি বিভাগের দেয়ালিকা প্রকাশনার উদ্বোধন