তৃতীয়বারের মতো ইরানিদের সঙ্গে বৈঠকে বসছেন মার্কিন দূত

| শনিবার , ২৬ এপ্রিল, ২০২৫ at ৬:১৫ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ ব্যবসায়ী বন্ধু স্টিভ উইটকফ টানা তৃতীয় সপ্তাহে ইরানি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন। পরস্পরের মধ্যে একটি নতুন পরমাণু চুক্তির খোঁজে এই উদ্যোগ নেওয়া হয়েছে। খবর বাসসের।

ওয়াশিংটন থেকে এএফপি জানায়, উইটকফ, যিনি ট্রাম্পের বৈশ্বিক দূত হিসেবে দায়িত্ব পালন করছেন, গত শনিবার রোমে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে বৈঠক করেন। উভয় পক্ষ সেখানে অগ্রগতির দাবি করে কারিগরি দলের মধ্যে আলোচনার আহ্বান জানান।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, শনিবার ওমানে অনুষ্ঠেয় কারিগরি আলোচনায় উইটকফ নিজেই উপস্থিত থাকবেন। এখানেই তিনি গত ১২ এপ্রিল আরাগচির সঙ্গে প্রথমবার বৈঠক করেছিলেন। পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস সাংবাদিকদের বলেন, পরবর্তী আলোচনা শনিবার ওমানে অনুষ্ঠিত হবে এবং এটা হবে কারিগরি দলের প্রথম বৈঠক। তিনি আরও বলেন, ‘বিশেষ দূত উইটকফও সেখানে উপস্থিত থাকবেন।

মার্কিন পক্ষের কারিগরি আলোচনায় নেতৃত্ব দেবেন পররাষ্ট্র দপ্তরের নীতিগত পরিকল্পনা বিভাগের প্রধান মাইকেল অ্যান্টন। তিনি একজন রক্ষণশীল চিন্তাবিদ, যিনি পারমাণবিক বিষয়ে বিশেষজ্ঞ না হলেও যুক্তরাষ্ট্রে অভিবাসনবিরোধী বক্তব্যের জন্য বেশি পরিচিত। কোনো ধরনের কূটনৈতিক অভিজ্ঞতা ছাড়াই উইটকফকে ট্রাম্প এই দায়িত্বে নিয়োগ দেন। এরপর তিনি গাজায় যুদ্ধবিরতির প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেন, যদিও ইসরাইলের হিজবুল্লাহবিরোধী নতুন হামলার কারণে সেই যুদ্ধবিরতি ভেঙে পড়ে।

পূর্ববর্তী নিবন্ধইয়েমেনে ৭ ড্রোন ধ্বংস, পেন্টাগনের ২০০ মিলিয়ন ডলারের ক্ষতি
পরবর্তী নিবন্ধহামাস আত্মসমর্পণ করবে না : ব্রিটিশ বিশ্লেষক