তৃণমূল পর্যায়ে মহিলা আ’লীগকে আরো সংগঠিত করবো

দিলোয়ারা ইউসুফ

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১৫ ফেব্রুয়ারি, ২০২৪ at ৬:০২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি দিলোয়ারা ইউসুফ। দীর্ঘদিন মহিলা আওয়ামী লীগকে সংগঠিত করার লক্ষ্যে কাজ করছেন। এবার প্রথমবারের মতো আওয়ামী লীগের সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য পদে মনোনয়ন পেয়ে নির্বাচিত হতে যাচ্ছেন। গতকাল আওয়ামী লীগের পক্ষ থেকে সারাদেশে ৪৮ জন্য সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য পদে মনোনীতদের নাম ঘোষণা করা হয়। প্রথমবারের মতো দল থেকে সংসদ সদস্য পদে মনোনয়ন পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় দিলোয়ারা ইউসুফ দৈনিক আজাদীকে বলেন, আমি সর্বপ্রথম মহান রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি এবং মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে আমাদেরকে তৃণমূল থেকে তুলে এনে মূল্যায়ন করেছেন। দীর্ঘদিন থেকে দলের জন্য কাজ করছি। এখন আরো বড় পরিসরে কাজ করার জন্য প্রধানমন্ত্রী সুযোগ করে দিয়েছেন। আমি মহিলা আওয়ামী লীগের তৃণমূলে পিছিয়েপড়া কর্মীদের জন্য কাজ করবো। তৃণমূল পর্যায়ে মহিলা আওয়ামী লীগকে আরো সংগঠিত করে শক্তিশালী করবো। দলের একজন কর্মী হিসেবে দলকে আরো সুসংগঠিত করার লক্ষ্যে কাজ করবো। দল থেকে আমাকে এই মূল্যায়নে আমি আমার চট্টগ্রামের সকল সিনিয়র নেতৃবৃন্দ, মন্ত্রী এবং সংসদ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। মহিলা আওয়ামী লীগের সহকর্মী যাদের সঙ্গে কাজ করছিতাদের প্রতিও আমার অশেষ কৃতজ্ঞতা। অতীতের মতো সামনের দিনগুলোতেও চট্টগ্রামের সিনিয়র রাজনৈতিক নেতৃবৃন্দ এবং মন্ত্রী এবং সংসদ সদস্যদের সহযোগিতা এবং আমার মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সহযোগিতায় এগিয়ে যেতে চাই।

পূর্ববর্তী নিবন্ধস্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাবো
পরবর্তী নিবন্ধরাঙামাটি থেকে আ. লীগের মহিলা এমপি হচ্ছেন জ্বরতী