চট্টগ্রাম সংবাদপত্র হকার্স ইউনিয়নের সদস্য ও চিটাগাং সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সদস্য তুহিন হোসেন গতকাল বুধবার সকাল ৬টায় কদমতলি মোড়ে বেপরোয়া ট্রাকের তলায় পিস্ট হয়ে ঘটনাস্থলে প্রাণ হারান (ইন্নালিল্লাহে… রাজেউন)। মৃত্যুকালে তার বয়স ছিল ৩৫ বছর। তার গ্রামের বাড়ী রাজারামপুর থানা শাহারাস্তী জেলা চাঁদ পুর। তিনি স্ত্রী, ৩ ছেলেসহ বহু গুণগ্রাহী রেখে যান।
তুহিনের মৃত্যুতে চট্টগ্রাম সংবাপত্র হকার্স ইউনিয়নের সভাপতি নুর রহমান, সাধারণ সম্পাদক হেফাজতের রহমান ভূইয়া, চিটাগাং সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি ইউসুফ আলী, সম্পাদক নজরুল ইসলাম লিটন, আনোয়ার হোসেন, সাহাবুদ্দীন, মোস্তফা খোকন দাউদুল ইসলাম, জয়নাল আবেদীন মিয়া খান, আবু তাহের প্রমুখ নেতৃবৃন্দ গভীর শোক জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।