তুরস্কে শান্তি আলোচনায় অগ্রগতির আশা নেই : মার্কো রুবিও

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ

| শনিবার , ১৭ মে, ২০২৫ at ৬:৫৪ পূর্বাহ্ণ

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইউক্রেনরাশিয়া যুদ্ধ নিয়ে তুরস্কে শান্তি আলোচনা থেকে উল্লেখযোগ্য কোনো অগ্রগতির আশা তিনি করছেন না। তার মতে, এই সংকট নিরসনে অগ্রগতি আনতে হলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্‌লাদিমির পুতিনের সরাসরি বৈঠক প্রয়োজন। খবর বিবিসির। খবর বাংলানিউজের।

তুরস্কে ন্যাটো পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক শেষে তিনি বলেন, যতক্ষণ না প্রেসিডেন্ট ট্রাম্প ও প্রেসিডেন্ট পুতিন সরাসরি এই ইস্যুতে আলোচনা করছেন, আমি মনে করি না এখানে কোনো উল্লেখযোগ্য অগ্রগতি হবে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নিশ্চিত করেন, ইউক্রেন ইস্তাম্বুলে আলোচনার জন্য একটি প্রতিনিধিদল পাঠাবে। তবে তিনি মস্কোর পাঠানো প্রতিনিধিদলের মান নিয়ে প্রশ্ন তুলেছেন। রাশিয়ার প্রতিনিধিদলের প্রধান প্রেসিডেন্টের উপদেষ্টা ভ্‌লাদিমির মেদিনস্কি দাবি করেছেন, ক্রেমলিনের প্রতিনিধিদলের প্রয়োজনীয় সব ধরনের দক্ষতা রয়েছে। মধ্যপ্রাচ্য সফররত ট্রাম্প এর আগে বলেন, পুতিনের সঙ্গে তার সরাসরি সাক্ষাৎ না হওয়া পর্যন্ত শান্তি আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হওয়ার সম্ভাবনা খুবই কম।

এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকের এক প্রশ্নে, রুশ প্রতিনিধিদলের মান নিয়ে হতাশ কি না, জানতে চাইলে ট্রাম্প বলেন, দেখুন, কিছুই ঘটবে না যতক্ষণ না পুতিন আর আমি একসঙ্গে বসি। এর আগে ইউরোপীয় বিভিন্ন দেশ এবং ইউক্রেনের পক্ষ থেকে দেওয়া ৩০ দিনের নিঃশর্ত যুদ্ধবিরতির আহ্বানে সাড়া দিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্‌লাদিমির পুতিন ১৫ মে ইস্তাম্বুলে সরাসরি আলোচনার প্রস্তাব দেন।

জবাবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পুতিনকে মুখোমুখি বৈঠকের আহ্বান জানান। তবে বৃহস্পতিবার ক্রেমলিন জানায়, রুশ প্রেসিডেন্ট পুতিন সফররত কর্মকর্তাদের তালিকায় নেই।

পূর্ববর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রের কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে বড় বিনিয়োগ করবে আরব আমিরাত
পরবর্তী নিবন্ধগাজায় ইসরায়েলের হামলায় নিহত ৫৩ হাজার ছাড়াল