তুরস্কে বাস খাদে পড়ে বাংলাদেশীসহ নিহত ১২

আজাদী অনলাইন | রবিবার , ১১ জুলাই, ২০২১ at ৫:৩০ অপরাহ্ণ

তুরস্কে বাংলাদেশী, পাকিস্তানি ও আফগান অভিবাসন প্রত্যাশীদের বহনকারী একটি বাস দুর্ঘটনায় পড়ে কমপক্ষে ১২ জন নিহত ও আরও ২৬ জন আহত হয়েছেন।
আজ রোববার (১১ জুলাই) স্থানীয় সময় ভোররাতে তুরস্কের পূর্বাঞ্চলে দুর্ঘটনাটি ঘটেছে বলে স্থানীয় কর্তৃপক্ষের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বিডিনিউজ
দুর্ঘটনাটি সম্পর্কে অবহিত স্থানীয় দু’টি সূত্র রয়টার্সকে বলেছে, তুরস্কের ভান প্রদেশের ইরান সীমান্তবর্তী জেলা মুরাদিয়েতে দুর্ঘটনাটি ঘটেছে, সেখানে বাসটি একটি খাদে পড়ে যাওয়ার পর তাতে আগুন ধরে যায়।
দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে পরিষ্কার হয়নি বলে উভয় সূত্রই বার্তা সংস্থাটিকে বলেছে। বাসটির মালিককে আটক করা হয়েছে বলে জানিয়েছেন তারা।
ইউরোপে অভিবাসন প্রত্যাশীদের একটি প্রধান ট্রানজিট রুট তুরস্ক। প্রধানত ইরান, আফগানিস্তান ও পাকিস্তান থেকে যাওয়া অভিবাসন প্রত্যাশীরা হেঁটে ইরান সীমান্ত পার হয়ে তুরস্কে প্রবেশ করে। তারপর তুরস্কের ইস্তাম্বুল শহর থেকে নৌকাযোগে তারা ইউরোপের পথে পাড়ি জমায়।

পূর্ববর্তী নিবন্ধপ্রফেসর মহিউদ্দিন চৌধুরী সাদার্ন ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপ-উপাচার্য
পরবর্তী নিবন্ধআজ করোনায় প্রাণ গেল রেকর্ড ২৩০ জনের