তুরস্কের সঙ্গে অস্ত্রবিরতি ঘোষণা করেছে কুর্দিস্থান ওয়ার্কার্স পার্টি

| রবিবার , ২ মার্চ, ২০২৫ at ৬:৪৯ পূর্বাহ্ণ

অবশেষে তুরস্কের সঙ্গে অস্ত্রবিরতি ঘোষণা করেছে নিষিদ্ধ কুর্দি গোষ্ঠী কুর্দিস্থান ওয়ার্কার্স পার্টি (পিকেকে)। তাদের কারাবন্দি নেতা আবদুল্লাহ ওকালানের আহ্বানের পর এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে। সমপ্রতি তিনি অস্ত্র ছেড়ে দিয়ে এবং সংগঠনটিকে বিলুপ্ত করার কথা বলেছিলেন। খবর বাংলানিউজের।

শনিবার এক বিবৃতিতে পিকেকে জানায়, তারা আশা করছে তুরস্ক ওকালানকে মুক্তি দেবে, যিনি ১৯৯৯ সাল থেকে কারাবন্দি রয়েছেন। তারা মনে করে, ওকালান যদি মুক্তি পান, তবে তিনি শান্তিপূর্ণভাবে নিরস্ত্রীকরণ প্রক্রিয়ার নেতৃত্ব দিতে পারবেন। তুরস্কের নিরাপত্তারক্ষীদের সঙ্গে পিকেকের চার দশকেরও বেশি সময় ধরে চলা সশস্ত্র সংঘাতে দেশতির দক্ষিণপূর্বাঞ্চলে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। ওকালানের আহ্বান আসে তুরস্কের উগ্রজাতীয়তাবাদী দল এমএইচপিএর নেতা এবং তুর্কি সরকারের ঘনিষ্ঠ মিত্র দেভলেত বাহচেলির উদ্যোগের কয়েক মাস পর। বাহচেলি এই দীর্ঘ সংঘাতের অবসান ঘটানোর লক্ষ্যে আলোচনার একটি নতুন উদ্যোগ নিয়েছিলেন। কুর্দি জনগোষ্ঠীর মধ্যে আপো নামে পরিচিত ওকালান এই সপ্তাহে ইস্তানবুলের দক্ষিণপশ্চিমে মারমারা সাগরের ইমরালি দ্বীপে তার কারাগারে কুর্দিপন্থী একটি দলের সংসদ সদস্যদের সঙ্গে দেখা করেন। পিকেকের নির্বাহী কমিটি শনিবার এক বিবৃতিতে জানায়, শান্তি ও গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার জন্য নেতা আপোর আহ্বান বাস্তবায়ন করতে আমরা আজ থেকে অস্ত্রবিরতি ঘোষণা করছি।

পূর্ববর্তী নিবন্ধজেলেনস্কির উচিত ট্রাম্পের কাছে ক্ষমা চাওয়া : মার্কো রুবিও
পরবর্তী নিবন্ধসিরিয়াকে দুর্বল করতে ইসরায়েলের নতুন কৌশল