তুরস্কের নতুন টিকা নিয়মের বিরুদ্ধে হাজারো লোকের বিক্ষোভ

| সোমবার , ১৩ সেপ্টেম্বর, ২০২১ at ৬:১২ পূর্বাহ্ণ

তুরস্কে বেশি মানুষকে টিকার আওতায় আনা এবং মহামারী মোকবেলায় সরকারের নতুন পদক্ষেপের অংশ হিসেবে কর্তৃপক্ষ টিকা, শনাক্তকরণ পরীক্ষা ও মাস্কসহ কোভিড-১৯ সংক্রান্ত যেসব আদেশ জারি করেছে তার বিরুদ্ধে ইস্তাম্বুলে ব্যাপক বিক্ষোভ হয়েছে। খবর বিডিনিউজের। শনিবারের এই বিক্ষোভে দুই হাজারের বেশি মানুষ অংশ নিয়েছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তুরস্কে এখন পর্যন্ত এটাই এ ধরনের সবচেয়ে বড় বিক্ষোভে। এতে অংশ নেওয়াদের বেশিরভাগেরই মুখে মাস্ক ছিল না। বিশ্বের বহু দেশে হওয়া টিকাবিরোধী সমাবেশের মতো এদিন ইস্তাম্বুলেও স্লোগানে, গানে বিক্ষোভকারীরা ‘ব্যক্তিগত অধিকারের’ পক্ষে অবস্থান জানিয়ে কর্তৃপক্ষের আরোপ কর নতুন নিয়মকানুনের বিরোধিতা করেন। তাদের অনেকের হাতে ছিল প্ল্যাকার্ড ও জাতীয় পতাকা। আমাদের স্বাধীনতায় আরও বিধিনিষেধ আরোপের মাধ্যমে মহামারী এগিয়ে চলছে আর এর কোনো শেষ নেই। মাস্ক, টিকা, পিসিআর পরীক্ষা এভাবে সবই বাধ্যতামূলক হয়ে যেতে পারে।
আমরা এখানে আমাদের অসন্তোষ প্রকাশ করতে এসেছি, বলেছেন ৪০ বছর বয়সী সফটও্‌য়্যার ডেভেলপার এরদেম বোজ। গত সোমবার থেকে তুরস্কের সরকার আন্তঃনগর বাস, ট্রেন ও বিমানের সব যাত্রীদের হয় টিকা নেওয়ার নয়তো শনাক্তকরণ পরীক্ষায় ‘নেগেটিভ’ ফল আসার প্রমাণ দেখিয়ে ভ্রমণ করতে বলেছে। কনসার্ট বা থিয়েটারে কোনো পরিবেশনা দেখতে গেলেও এ ধরনের ছাড়পত্র থাকতে হবে।

পূর্ববর্তী নিবন্ধদুই প্রজন্মের মধ্যে শেষ হয়ে যেতে পারে ব্রিটিশ রাজতন্ত্র
পরবর্তী নিবন্ধতদন্তের প্রথম নথি প্রকাশ করল এফবিআই