তুই ফিরলে

অমিত বড়ুয়া | বুধবার , ৯ অক্টোবর, ২০২৪ at ৬:২৯ পূর্বাহ্ণ

জানলা খুলে তাকারে তুই

জানলা খুলে তাকা

সকাল হতেই আকাশটা আজ

ঘন নীলে আঁকা।

দেখবি আরো হাওয়ায় ভাসা

শঙ্কচিলের ডানা

তুইও অমন ভাসতে পারিস

তোরওতো নেই মানা।

ভাসতে ভাসতে মেঘের মতো

হারিয়ে যদি যাস্‌

ভয় করিস না পথ দেখাবে

বিশাল নীল আকাশ।

নীল আকাশের পথটি ধরে

ফিরলে ঘরে তুই

এই শরতে ফুটবে আবার

কাশ কামিনি জুঁই।

পূর্ববর্তী নিবন্ধপ্রবাহ
পরবর্তী নিবন্ধআমার তুলি