তিন যাত্রীর কাছ ৫৭০ কার্টন বিদেশি সিগারেট ও ৩০ মোবাইল ফোন জব্দ

শাহ আমানত বিমানবন্দর

আজাদী ডেস্ক | শনিবার , ১৯ জুলাই, ২০২৫ at ১১:০৪ পূর্বাহ্ণ

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইফেরত ৩ যাত্রীর কাছ থেকে ৫৭০ কার্টন বিদেশি সিগারেট এবং ৩০টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে এ অভিযান পরিচালনা করা হয়। কাস্টমস কর্মকর্তারা জানান, এ ঘটনায় মোহাম্মদ শাহ্‌ আলম, মো. আরফান ও আশরাফুল ইসলাম নামে তিনজনকে প্রথমে আটক করা হলেও পরবর্তীতে ছেড়ে দেওয়া হয়। অভিযুক্ত প্রথম দুইজনের বাড়ি হাটহাজারী এবং অপরজনের বাড়ি মীরসরাই উপজেলার জোরারগঞ্জ থানায়। অভিযুক্তদের পাসপোর্ট নম্বর নথিভুক্ত করা হয়েছে। ভবিষ্যতে এই ধরনের অপরাধে তাদের বিরুদ্ধে মামলা করা হবে জানিয়ে দেওয়া হয়েছে।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, অভিযুক্ত যাত্রীরা দুবাই থেকে চট্টগ্রামে পৌঁছেন। পরবর্তীতে তিন যাত্রীকে সন্দেহজনকভাবে তল্লাশি করার পর এসব পণ্য উদ্ধার করা হয়। উদ্ধারকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০ লাখ টাকা। পণ্যগুলো কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধনবীন মেলার বার্ষিক সাধারণ সভা
পরবর্তী নিবন্ধএকাত্তরের পরাজিত শক্তি গুপ্ত দলকে পিটিয়ে বিদায় করবে জনগণ