তিন মাস ধরে খোঁজ নেই স্কুলছাত্র রিদয়ের

বাঁশখালী প্রতিনিধি | মঙ্গলবার , ২৬ জানুয়ারি, ২০২১ at ১০:০৯ পূর্বাহ্ণ

বাঁশখালীর বাহারছড়া ইউনিয়নের ইলশা গ্রামের ফরিদ আহমদের ছেলে মোহাম্মদ রিদয় (১৫) তিন মাস ধরে নিখোঁজ রয়েছে। সে পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র। এ ব্যাপারে রিদয়ের বাবা ফরিদ আহমদ বাঁশখালী থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন (নং ১৬৭)।
ডায়েরি সূত্রে ও রিদয়ের বাবা ফরিদ আহমদের সাথে কথা বলে জানা যায়, গত বছরের ২৪ অক্টোবর রিদয় বাড়ি থেকে বের হয়। কিন্তু আজ পর্যন্ত সে ঘরে ফিরেনি। আত্মীয়-স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজ নিয়েছেন। এখনো তার খোঁজ মিলেনি।
বাঁশখালী থানার দায়িত্বশীল কর্মকর্তা জানান, থানায় ডায়েরি করার পর এ বিষয়ে চট্টগ্রামের সকল থানাকে অবহিত করা হয়েছে। সম্ভাব্য সকল স্থানে খোঁজখবর নেওয়া হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধগাউসিয়তের মিশনে নিবেদিতরা চিরস্মরণীয় হয়ে থাকবেন
পরবর্তী নিবন্ধ‘শিক্ষাক্ষেত্রে বৈষম্য দূর করতে হবে’