চট্টগ্রামে ১ হাজার ৫৬টি নমুনা পরীক্ষায় নতুন করে আরো ১৮১ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। পরীক্ষাকৃত নমুনায় ১৭.১৪ শতাংশের পজিটিভ শনাক্ত হয়েছে এদিন। হিসেবে ৩ মাস পর শনাক্তের হার ফের ১৭ শতাংশ ছাড়াল চট্টগ্রামে। সর্বশেষ গত ১১ আগস্ট পরীক্ষাকৃত নমুনায় ১৭.০৯ শতাংশের করোনা শনাক্ত হয়। ৮২৫টি নমুনা পরীক্ষায় ১৪১ জনের করোনা পজিটিভ পাওয়া যায় ওইদিন।
এদিকে, টানা বেশ কয়দিন ধরে শতাধিক সংখ্যায় করোনা সংক্রমিত শনাক্ত হলেও শনাক্তের হার ছিল ১০ শতাংশের কিছু কম-বেশি। এর আগে ২ মাসেরও বেশি সময় শনাক্তের হার ১০ শতাংশের কম ছিল। যদিও কয়েকদিন আগে ১৩ শতাংশের সামান্য বেশি হারে করোনা শনাক্ত হয়। তবে শনাক্তের হার এক লাফে ১৭ শতাংশ ছাড়াল রোববার। রোববার শনাক্তের এ হার তিন মাসের মধ্যে সর্বোচ্চ।
রোববার নতুন শনাক্ত ১৮১ জনসহ চট্টগ্রামে করোনা সংক্রমিত শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ৭২৬ জনে। শেষ ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্তদের মাঝে কোন মৃত্যু হয়নি বলে জানিয়েছে সিভিল সার্জন কার্যালয়। তবে আক্রান্তদের মাঝে এ পর্যন্ত ৩১০ জনের মৃত্যু হয়েছে চট্টগ্রামে। সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে, রোববার ১ হাজার ৫৬টিসহ এ পর্যন্ত মোট ১ লাখ ৪৬ হাজার ৮১৮টি নমুনা পরীক্ষা হয়েছে চট্টগ্রামে। এর মধ্যে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে ২২ হাজার ৭২৬ জনের। হিসেবে চট্টগ্রামে করোনা শনাক্তের গড় হার ১৫.৪৭ শতাংশ। নতুন ৬৯ জনসহ এ পর্যন্ত ১৭ হাজার ২৫০ জন রোগী সুস্থ হয়েছেন বলেও জানিয়েছে সিভিল সার্জন কার্যালয়। হিসেবে আক্রান্তদের ৭৫.৯০ শতাংশ সুস্থ হয়ে উঠেছেন।
অন্যদিকে, রোববার চট্টগ্রামে করোনা শনাক্ত ১৮১ জনের মধ্যে ১৬৯ জন মহানগরীর এবং ১২ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা। চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি আজাদীকে এ তথ্য নিশ্চিত করেছেন। এদিন উপজেলা পর্যায়ে রাউজান ও ফটিকছড়িতে ৩ জন করে এবং বাঁশখালী, বোয়ালখালী ও হাটহাজারীতে ২ জন করে করোনা সংক্রমিত হিসেবে শনাক্ত হয়েছে। নতুন করে করোনা শনাক্ত হওয়া রোগীদের আইসোলেশনে নেয়ার কথা জানান সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।