তিন বিস্ফোরক মামলায় সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

লোহাগাড়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৪ অক্টোবর, ২০২৪ at ৮:০০ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় ৩টি বিস্ফোরক মামলায় জিয়া উদ্দিন বাবুল (৩৫) নামে এক সাবেক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার বিকেলে উপজেলার পদুয়া ইউনিয়নের উত্তর পদুয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার বাবুল একই এলাকার কালু মিয়ার পুত্র। তিনি উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ও উত্তর পদুয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

জানা যায়, গত ৫ আগস্টের আগে চট্টগ্রামকক্সবাজার মহাসড়কে উপজেলার বিভিন্ন এলাকায় বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনে হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। উক্ত ঘটনায় লোহাগাড়া থানায় বিস্ফোরক আইনে দায়ের করা পৃথক ৩টি মামলায় জিয়া উদ্দিন বাবুল এজাহারনামীয় আসামি। গ্রেপ্তার এড়াতে তিনি গা ঢাকা দিয়েছিলেন। অবশেষে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হন।

লোহাগাড়া থানার ডিউটি অফিসার এসআই জালাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আজ জিয়া উদ্দিন বাবুলকে আদালতে সোপর্দ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধএবার হাতির আক্রমণে প্রাণ গেল ওয়েল্ডিং মিস্ত্রির
পরবর্তী নিবন্ধনাসরাল্লাহর পর নিহত হিজবুল্লাহর পরবর্তী নেতা সাফিয়েদ্দিনও