নগরীর কোতোয়ালী থানাধীন কেসি দে রোড এলাকার বিভিন্ন ফার্মেসিতে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ এবং অনুমোদনহীন ওষুধ বিক্রির দায়ে তিন ফার্মেসিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার দুপুরে এই অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী হাসান। অভিযানে সহায়তা করেন ওষুধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক হোসাইন মো. ইমরান। অভিযান প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী হাসান বলেন, কেসি দে রোড এলাকায় বিভিন্ন ফার্মেসিতে অভিযান চালানো হয়। অভিযানে মা মনি ফার্মেসিকে ২০ হাজার, স্বদেশ মেডিকোকে ১০ হাজার ও মডার্ন হারবালকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া প্রায় প্রায় ৫০ হাজার টাকা মূল্যের অবৈধ, মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করা হয়। ওষুধ আইন-১৯৪০ এর ২৭ ধারা অনুযায়ী নিষিদ্ধ ও মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা এবং বিক্রি করার দায়ে তিন ওষুধ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে বলে তিনি জানান।