তিন ফরমেটেই শীর্ষ স্থান হারালেন সাকিব

স্পোর্টস ডেস্ক | বৃহস্পতিবার , ৩০ মে, ২০২৪ at ৭:৪৫ পূর্বাহ্ণ

একটা সময় ছিল সাকিব আল হাসান ক্রিকেটের তিন ফরমেটেই নাম্বার ওয়ান অল রাউন্ডার ছিলেন। এরপর একটি, দুটি করে শেষ পর্যন্ত তিন ফরমেটেই হারালেন শীর্ষস্থান। সাকিব আল হাসান টেস্টে নিয়মিত নন। তাই এই ফরম্যাটে অলরাউন্ডারদের শীর্ষস্থান হারিয়েছেন বহু আগেই। ওয়ানডেতেও কিছুদিন আগে সাকিবকে সরিয়ে শীর্ষে উঠেছেন আফগানিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নবি। বাকি ছিল টিটোয়েন্টির শ্রেষ্ঠত্ব। কদিন আগে শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা এই ফরম্যাটে সাকিবের শীর্ষস্থানে ভাগ বসান। এবার টিটোয়েন্টিতে অলরাউন্ডারদের র‌্যাংকিংয়ের শীর্ষস্থানটা হারিয়েই ফেললেন সাকিব। ২২৮ রেটিং পয়েন্ট নিয়ে এখন এককভাবে শীর্ষে এখন লংকান অল রাউন্ডার হাসারাঙ্গা। সাকিবের রেটিং পয়েন্ট তার চেয়ে ৫ কম। অর্থাৎ সাকিবের পয়েন্ট ২২৩। সাকিব আল হাসান এখন আর সেই আগের ফর্মে নেই। জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে শেষ দুই ম্যাচে খেললেও হাসেনি তার বাট। বোলিংয়েও ছিলনা আগের সেই ধার। যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টিটোয়েন্টি সিরিজে খেললেও সেখানেও ব্যর্থ হয়েছেন সাকিব। ফলে হারাতে হয়েছে সিংহাসন।

এদিকে টিটোয়েন্টি অলরাউন্ডারদের র‌্যাংকিংয়ে পরিবর্তন এসেছে বেশ কয়েকটি। অস্ট্রেলিয়ার মার্কাস স্টয়নিস এক ধাপ এগিয়ে উঠেছেন পঞ্চম স্থানে। ২ ধাপ উন্নতি করে সপ্তম স্থানে এখন ইংল্যান্ডের মঈন আলি। ব্যাটিংয়ে বেশ উন্নতি হয়েছে বাংলাদেশের তাওহিদ হৃদয়ের। ১২ ধাপ এগিয়ে ৬০ নম্বরে উঠে এসেছেন হৃদয়। তানজিদ হাসান তামিম ৩৪ ধাপ উন্নতি করে অবস্থান করছেন ৮৪ নম্বরে। শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের সূর্যকুমার যাদব। বোলারদের র‌্যাংকিংয়ে বড় লাফ দিয়েছেন বাংলাদেশের লেগস্পিনার রিশাদ হোসেন। ৩৮ ধাপ উন্নতি করে বর্তমানে ৫২তম স্থানে রয়েছেন তিনি। মোস্তাফিজুর রহমান এগিয়েছেন ২ ধাপ। এখন তিনি ২৩তম স্থানে। এখানে শীর্ষে আছেন ইংল্যান্ডের আদিল রশিদ।

পূর্ববর্তী নিবন্ধ১৪ বছর পর প্রিমিয়ার লিগে রানার্স আপ মোহামেডান
পরবর্তী নিবন্ধভাল কিংবা খারাপ সময়ে সমর্থকদের পাশে চান শান্ত