কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক নুরুল আলমকে পুলিশি হেফাজতে হত্যার অভিযোগে চট্টগ্রামের সাবেক পুলিশ সুপার নুরে আলম মিনাসহ তিন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। বাকী দুই পুলিশ কর্মকর্তা হলেন, রাউজান থানার সাবেক ওসি কেপায়েত উল্লাহ ও রাউজান নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির সাবেক ইনচার্জ শেখ জাবেদ। গতকাল সকালে চট্টগ্রামের জেলা ও দায়রা জজ আজিজ আহমেদ ভূঞার আদালতে আবেদনটি করা হলেও বিকালে শুনানি শেষে তা খারিজ করা হয়েছে।
আবেদনটি করেন কেন্দ্রীয় কৃষক দল নেতা মিজানুর রহমান। জেলা পিপি শেখ ইফতেখার সাইমুল চৌধুরী আজাদীকে বিষয়টি নিশ্চিত করে বলেন, নির্যাতন ও হেফাজাতে মৃত্যু নিবারণ আইনের ১৫ (২) ধারায় মামলার আবেদনটি করা হয়। একপর্যায়ে ২০০ ধারায় বাদীর জবানবন্দি গ্রহণ, নথি পর্যালোচনা ও সার্বিক বিষয় বিবেচনা করে বিচারক আবেদনটি খারিজ করে দেন।
মামলার আরজিতে উল্লেখ করা হয়, ২০১৭ সালের ২৯ মার্চ রাতে পুলিশ পরিচয়ে নগরীর চন্দনপুরা এলাকার বাসা থেকে ছাত্রদল নেতা নুরুল আলমকে তুলে নিয়ে যাওয়া হয়। পরদিন ৩০ মার্চ রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের কোয়েপাড়া খেলারঘাট এলাকায় কর্ণফুলী নদীর তীরে নুরুল আলমের হাত-পা বাঁধা লাশ উদ্ধার হয়। আরজিতে আরো বলা হয়, রাউজানের নোয়াপাড়া কলেজ ক্যাম্পাস এলাকায় নির্যাতন করে নুরুল আলমকে হত্যা করা হয়। পরে তার লাশ নদীতে ফেলে দেয়া হয়।