তিন নতুন মুখ নিয়ে বাংলাদেশ দল ঘোষণা

ক্রীড়া প্রতিবেদক | রবিবার , ১৭ জানুয়ারি, ২০২১ at ১০:৪৪ পূর্বাহ্ণ

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল বাংলাদেশ সফরে এসেছে বেশ দুর্বল একটি দল নিয়ে। তাই বাংলাদেশও চাইছে নতুন ক্রিকেটারকে পরখ করে নিতে এই সিরিজে। আর সে হিসেবে গতকাল ঘোষিত বাংলাদেশ দলে জায়গা পেয়েছে তিন নতুন মুখ। অবশ্য এই তরুনরা নিজেদের প্রমাণ করেছে করোনাকালে অনুষ্ঠিত দুটি টুর্নামেন্টে। শেষ পর্যন্ত তিন নতুন মুখ নিয়ে ঘোষনা করা হলো ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য বাংলাদেশ দল। দুই তরুন পেসার হাসান মাহমুদ এবং শরিফুল ইসলামের সাথে দলে জায়গা পেয়েছে অল রাউন্ডার শেখ মেহেদী হাসান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৮ জনের মূল ওয়ানডে স্কোয়াডে রয়েছেন এরা। বলতে গেলে গতকাল ঘোষিত দলটিতে চমক হিসেবে রয়েছেন এই তিন জন। এছাড়া হাতের ইনজুরি কাটিয়ে গতকাল শনিবার বিকেএসপিতে দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচ খেলা পেসার তাসকিন আহমেদকেও রাখা হয়েছে ওয়ানডে স্কোয়াডে। ১৮ জনের দলে ৯ প্রতিষ্ঠিত ব্যাটসম্যানের সাথে আছেন ছয়জন পেসার । মুলত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পেসারদের নিয়ে পরীক্ষা দিতে চায় বাংলাদেশ দল। দলে জায়গা পাওয়া ছয় পেসার হলেন যথাক্রমে রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, সাইফউদ্দীন, হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম। এছাড়া সাকিব আল হাসানের সাথে বাড়তি বাঁ-হাতি স্পিনার হিসেবে রাখা হয়েছে তাইজুল ইসলামকে।

পূর্ববর্তী নিবন্ধটুয়েন্টি ইভেন্টস এবং শতাব্দি ক্রিকেট একাডেমির জয়
পরবর্তী নিবন্ধসাকিব-তামিমকে বড় হুমকি মানছে উইন্ডিজ