তিন দফা দাবিতে চুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ

আজাদী প্রতিবেদন | বুধবার , ২৭ আগস্ট, ২০২৫ at ৪:২৮ পূর্বাহ্ণ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) প্রাক্তন শিক্ষার্থী প্রকৌশলী রোকনুজ্জামান রোকনকে হত্যার হুমকির প্রতিবাদে এবং প্রকৌশলী অধিকার আন্দোলনের তিন দফা দাবিতে নগরীর কোর্টহিলের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ ও ব্লকেড কর্মসূচি পালন করেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীরা। গতকাল বিকালে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

জানা গেছে, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) প্রাক্তন শিক্ষার্থী প্রকৌশলী রোকনুজ্জামান রোকনকে হত্যার হুমকির প্রতিবাদে এবং প্রকৌশলী অধিকার আন্দোলনের তিন দফা দাবিতে ফুঁসে উঠে দেশের বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিক্ষোভের পাশাপাশি হুমকিদাতাদের শাস্তির দাবিতে বিভিন্ন আল্টিমেটাম দেয়া হয়েছে। এরই অংশ হিসেবে নগরীর কোর্টহিলের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ পালন করেছে চুয়েটের শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয় থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে প্রায় ৯টি বাসে করে হাজারখানেক শিক্ষার্থী এতে অংশগ্রহণ করেন। এসময় তারা কোটা না মেধা, মেধা মেধা’, ২৪ এর বাংলায়, ডিপ্লোমা কোটার ঠাঁই নাই’, ‘জেগেছে রে জেগেছে, প্রকৌশল সমাজ জেগেছে’, , , , ৪ ডিপ্লোমা তুই কোটা ছাড়’ শীর্ষক স্লোগান দেন।

এ সময় আন্দোলনরত পুরকৌশল বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী রবিউল আউয়াল বলেন, ডিপ্লোমা সিন্ডিকেটের প্রভাবে দেশের প্রকৌশল খাত আজ ধুঁকছে। আমরা এর শেষ দেখতে চাই। গত ছয় মাস ধরে আমরা আন্দোলন করছি, এখনও সুরাহা না মেলায় আমরা হতবাক। এবার আমরা মাঠে নেমেছি ক্লাসল্যাব বর্জন করে। দাবি আদায় না হওয়া পর্যন্ত মাঠেই থাকব। উল্লেখ্য, গত বেশ কয়েক মাস ধরেই চাকরিক্ষেত্রে প্রকৌশলীদের বৈষম্যের প্রতিবাদে ৩ দফা দাবিতে আন্দোলন করে আসছেন চুয়েটসহ সারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাদের দাবি সমূহ হলোনবম গ্রেডে ন্যূনতম যোগ্যতা বিএসসি রেখে পরীক্ষার মাধ্যমে নিয়োগ, দশম গ্রেডকে কোটামুক্ত করে বিএসসিদের জন্য সুযোগ করে দেয়া এবং বিএসসি ছাড়া যেন কেউ প্রকৌশলী পদবী ব্যবহার না করতে পারে তা নিশ্চিত করা।

পূর্ববর্তী নিবন্ধআরও ১১ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
পরবর্তী নিবন্ধরোহিঙ্গাদের দুঃখ-দুর্দশার কথা শুনলেন বিদেশিরা