তিন দফা আবেদন শেষেও কলেজ পায়নি সাড়ে ৭ হাজার শিক্ষার্থী

চট্টগ্রাম শিক্ষা বোর্ড

আজাদী প্রতিবেদন | বুধবার , ২৭ সেপ্টেম্বর, ২০২৩ at ৬:৪৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন কলেজগুলোতে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে তিন দফা আবেদন শেষেও মনোনয়ন পায়নি প্রায় সাড়ে ৭ হাজার শিক্ষার্থী। ভর্তি প্রক্রিয়া শেষে এসব শিক্ষার্থীর ব্যাপারে মন্ত্রণালয়ের নির্দেশনার পর পদক্ষেপ নেওয়া হবে। দেশের সবগুলো বোর্ডেই বেশ কিছু শিক্ষার্থী আসন পায়নি উল্লেখ করে সূত্র জানিয়েছে, আন্তঃবোর্ড সমন্বয় কমিটি মন্ত্রণালয়ের সঙ্গে বসে পরবর্তী সিদ্ধান্ত নেবে।

বোর্ড সূত্র জানিয়েছে, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কলেজগুলোতে ভর্তির জন্য তৃতীয় পর্যায় পর্যন্ত মোট আবেদনকারীর সংখ্যা ১ লাখ ২০ হাজার ৪৭৭ জন। এদের মধ্যে কলেজ মনোনয়ন পেয়েছেন ১ লাখ ১৩ হাজার ৭৫ জন। ৭ হাজার ৪০২ জন শিক্ষার্থী কোনো কলেজে ভর্তির জন্য মনোনীত হয়নি। এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে ১ লাখ ৫৪ হাজার ৮১৯ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ১ লাখ ২০ হাজার ৮৬ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মোহাম্মদ জাহেদুল হক গতকাল আজাদীকে বলেন, অনলাইন ভর্তি প্রক্রিয়া পরিচালনা করছে বুয়েট। আমাদেরকে বুয়েট থেকে উক্ত সংখ্যাটি জানানো হয়েছে। আমরাও খোঁজ নিচ্ছি। অন্য বোর্ডগুলোতেও একইভাবে বেশ কিছু শিক্ষার্থী ভর্তির জন্য কলেজ মনোনয়ন পায়নি। এদের ব্যাপারে আন্তঃবোর্ড সমন্বয় কমিটি মন্ত্রণালয়ের সঙ্গে বসে সিদ্ধান্ত নেবে।

তিনি বলেন, ভর্তির আবেদনের সময় দশটি কলেজের নাম লেখার সুযোগ রয়েছে। তারা হয়তো ৫/৬টি কলেজের নাম উল্লেখ করে পছন্দক্রম ঠিক করেছে। তাছাড়া তারা হয়তো এমন সব কলেজের নাম লিখে দিয়েছে মেধা অনুযায়ী সেখানে আসন পায়নি। তারা হয়তো তিন দফায় ওভাবে আবেদন করেছে। এতে করে আসন পায়নি। এদিকে মঙ্গলবার থেকে শুরু হয়ে ৫ অক্টোবর পর্যন্ত শিক্ষার্থীদের ভর্তি চলবে। আগামী ৮ অক্টোবর থেকে ক্লাস শুরু হবে বলে জানা তিনি।

পূর্ববর্তী নিবন্ধজশনে জুলুসে যানবাহন চলাচলে নির্দেশনা
পরবর্তী নিবন্ধভোটের মাঠের পাশাপাশি রাজপথেও হচ্ছে সক্রিয়