তিন কেজি আইসসহ মিয়ানমারের দুই নাগরিক আটক

কক্সবাজার প্রতিনিধি | শনিবার , ১ জুন, ২০২৪ at ৬:৩৩ পূর্বাহ্ণ

কক্সবাজারের টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ আইসসহ ২ জন মিয়ানমার নাগরিককে আটক করেছে বিজিবি। গতকাল শুক্রবার ভোর রাতে মেরিন ড্রাইভ সড়কের নোয়াখালীপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। টেকনাফ বিজিবি২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গত বৃহস্পতিবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, টেকনাফের মেরিন ড্রাইভ সড়কের নোয়াখালীপাড়া নামক এলাকা দিয়ে মাদকের একটি চালান মিয়ানমার থেকে বাংলাদেশে আসতে পারে। এমন তথ্যের ভিত্তিতে চোরাচালান প্রতিরোধী আভিযানিক দল বর্ণিত এলাকায় কয়েকটি উপদলে আড় নিয়ে কৌশলগত অবস্থান গ্রহণ করে। কিছুক্ষণ পর বিজিবি টহলদল দুইজন ব্যক্তিকে প্লাস্টিকের বস্তা কাঁধে নিয়ে আসা অবস্থায় তাদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় বিজিবি টহলদল তাদেরকে ধরে ফেলে। এসময় তল্লাশি করে বস্তার ভেতর থেকে ৩ কেজি ক্রিস্টাল মেথ উদ্ধার করতে সক্ষম হয়।

পূর্ববর্তী নিবন্ধরোহিঙ্গাদের ভবিষ্যৎ অনিশ্চিত
পরবর্তী নিবন্ধমার্কিন মুলুকে বিশ্বকাপ ক্রিকেটের আসর কাল শুরু