তিন কন্টেনারের মধ্যে দুটিতে হুইল চেয়ারের পরিবর্তে ইট

মিথ্যা ঘোষণায় আমদানি, সাড়ে ৫ বছর পর ধরা

আজাদী প্রতিবেদন | সোমবার , ২৩ ডিসেম্বর, ২০২৪ at ১০:২১ পূর্বাহ্ণ

ঢাকার তোপখানা রোডের আমদানিকারক প্রতিষ্ঠান লোটাস সার্জিক্যাল প্রায় সাড়ে ৫ বছর আগে চীন থেকে তিন কন্টেনার পণ্য আমদানি করেন। দীর্ঘ সময় আমদানিকারক খালাস না নেওয়ায় পণ্যগুলো নিলামে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সিদ্ধান্ত মতে, গতকাল কার্যক্রমের ইনভেন্ট্রিকালে দেখা যায়, তিন কন্টেনারের মধ্যে দুটি কন্টেনারে হুইল চেয়ারের পরিবর্তে ইট ভর্তি। এছাড়া অপর কন্টেনারে ৩৯টি হুইল চেয়ার ও ইট দেখতে পান কাস্টমসের দায়িত্বরত কর্মকর্তারা।

কাস্টমস সূত্রে জানা গেছে, ২০১৯ সালের এপ্রিলে আমদানিকারক পণ্য চালানটির নথিপত্র অনলাইনে জমা দেন। সেখানে চীনের গুয়াংডংয়ের গুয়াংডং সেইলিং ট্রেড গ্রুপ থেকে চালানটি আমদানির কথা বলা হয়। চালানের ইনভয়েস মূল্য ছিল ৭১ হাজার মার্কিন ডলার।

চট্টগ্রাম কাস্টমসের উপকমিশনার মো. সাইদুল ইসলাম বলেন, আমদানিকারক নির্দিষ্ট সময়ে পণ্য না নেওয়ায় কন্টেনারের পণ্যগুলো নিলামে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়। এখন যেহেতু আমদানিকারক মিথ্যা ঘোষণায় পণ্য এনেছেন, তাই তার বিরুদ্ধে কাস্টমস আইনে ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধসীমান্তে দুর্নীতির কারণে রোহিঙ্গাদের আটকানো কঠিন হচ্ছে
পরবর্তী নিবন্ধডিসেম্বরের তিন সপ্তাহে এল ২ বিলিয়নের বেশি রেমিটেন্স