তিন ইয়াবা কারবারি গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২১ সেপ্টেম্বর, ২০২১ at ১১:০৮ পূর্বাহ্ণ

নগরীতে পৃথক অভিযানে ৫ হাজার ৩৫০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারীকে গ্রেপ্তার করেছেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। গতকাল সোমবার চান্দগাঁও, নতুন ব্রিজ ও মইজ্জ্যারটেক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে চান্দগাঁও, বাকলিয়া ও কর্ণফুলী থানায় মামলা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলো, কক্সবাজার কুতুপালং শরণার্থী ক্যাম্পের মৃত আলী জোহরের ছেলে মাস্টার আলফাজ (৩৮), পটুয়াখালীর মির্জাগঞ্জ থানাধীন চৈতা এলাকার রাধাবল্লভ শীলের ছেলে সুমন শীল (২৪) এবং চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানাধীন মদনগাঁও গ্রামের আবদুল মতিনের ছেলে মো. আলী (৪০)। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্টো কার্যালয়ের উপ-পরিচালক মুকুল জ্যোতি চাকমা জানান, চান্দগাঁও থেকে তিন হাজার ৪শ পিস ইয়াবাসহ মাস্টার আলফাজ, বাকলিয়া থানাধীন নতুন ব্রিজ এলাকা থেকে ১১শ পিস ইয়াবাসহ সুমন শীল এবং কর্ণফুলী থানাধীন মইজ্জ্যারটেক এলাকা থেকে ৮৫০ পিস ইয়াবাসহ মো. আলীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে র‌্যাবের ওপর হামলার আসামি অস্ত্রসহ গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধপটিয়ায় ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেল সিমেন্ট বোঝাই ট্রলি