ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর ও শায়খে চরমোনাই মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, ৫ বছরের ক্ষমতায় টানা তিনবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়া দলের কাছে দেশ কখনো নিরাপদ হতে পারে না। ১৯৯১ সাল থেকে ৯৬ সাল পর্যন্ত মাত্র ৫ বছরের ক্ষমতাকালে সীমাহীন দুর্নীতি করেছে বিএনপি। গরীব–দুখীদের হক নিজেদের পকেটে ঢুকিয়েছে আর ভুড়ি বাড়িয়েছে।
তিনি গতকাল শনিবার পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও নির্বাচনের পূর্বে গণভোটের আয়োজনসহ ৬ দফা দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ মহেশখালী উপজেলা কর্তৃক হোয়ানক টাইম বাজার মাঠে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
চরমোনাই পীর আরও বলেন, ইসলামী দল যদি বাংলাদেশে ৫ বছরের ক্ষমতা পায় তাহলে দেশে আর কোনো গরীব থাকবে না, দরিদ্রসীমার উপরে চলে যাবে দেশ। কাজেই সাধারণ মানুষের উচিত একবার হলেও হাতপাখায় ভোট দিয়ে ইসলামী দলের হাতে ক্ষমতা দিয়ে দেখা। সকল মার্কা দেখা শেষ, এবার এবার ইসলামী আন্দোলনের হাতপাখার বাংলাদেশ। একমাত্র ইসলামী দলই পারে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের নিরাপত্তা নিশ্চিত করতে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ মহেশখালী উত্তর শাখার সভাপতি মাওলানা ইয়াহইয়া সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠিত গণসমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহেশখালী–কুতুবদিয়া আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা জিয়াউল হক।
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ মহেশখালী উত্তর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা কলিমুল্লাহ বিন মোক্তার ও দক্ষিণ শাখার সাধারণ সম্পাদক মাওলানা শাহাব উদ্দিনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. জান্নাতুল ইসলাম, কঙবাজার জেলার উপদেষ্টা মাওলানা ইসমাঈল নজীব, কঙবাজার জেলা সভাপতি মুহাদ্দেস মাওলানা আমিরুল ইসলাম মীর, জয়েন্ট সেক্রেটারি মাওলানা মোস্তাফিজুল হক চৌধুরী, মহেশখালী উপজেলা দক্ষিণ শাখার সভাপতি মাওলানা হেলাল উদ্দিন, সেক্রেটারি মাওলানা বেলাল হোছাইন প্রমুখ।












