তায়কোয়ানডোর উচ্চতর প্রশিক্ষণ নিতে দক্ষিণ কোরিয়ায় চট্টগ্রামের ছেলে নোমান

| সোমবার , ১০ জুলাই, ২০২৩ at ১০:৪১ পূর্বাহ্ণ

তায়কোয়ানডোর উচ্চতর ডিগ্রি আন্তর্জাতিক মাস্টার এন্ড পুম/ড্যান এঙামিনার কোর্সে অংশগ্রহন করতে বাংলাদেশ তায়কোয়ানডো দলের তিন সদস্যের দল এখন দক্ষিন কোরিয়ায় রয়েছেন। বাংলাদেশ দলের সদস্য হয়ে সিজেকেএস তায়কোয়ানডো কমিটির যুগ্ম সম্পাদক ও প্রধান প্রশিক্ষক আবদুল্লাহ আল নোমান এই কোর্সে অংশ গ্রহন করছেন। এর অগে ২০১৫ সালে তিনি কোরিয়ান সরকারের স্কলারশিপ নিয়ে একমাত্র বাংলাদেশী হিসেবে ছয় মাসের প্রশিক্ষন কোর্স ও আন্তর্জাতিক বিদেশি মাস্টার কোর্স সম্পন্ন করেন। এবারের কোর্সে অংশগ্রহনকারী বাংলাদেশ তায়কোয়ানডো দলের বাকী দুই সদস্য হলেন জাতীয় দলের খেলোয়াড় উজ্জল কুমার দেব ও নূরউদ্দিন হোসেন। গত ৫ জুলাই বুধবার রাতে বাংলাদেশ থেকে কোরিয়ার উদ্দেশে রওনা হয়েছিলেন এই তিনজন। গত ৭ জুলাই শুক্রবার কোরিয়ার রাজধানী সিউলের গ্যাংনাম নামক স্থানে অবস্থিত বিশ্ব তায়কোয়ানডো হেড কোয়ার্টার কুক্কিওয়ানে এই কোর্স শুরু হয়েছে। যা চলবে আগামী ১৪ জুলাই পর্যন্ত। এই কোর্সে বিশ্বের বিভিন্ন দেশের প্রায় শতাধিক তায়কোয়ানডো কোচ এবং খেলোয়াড় অংশগ্রহন করছেন। উল্লেখ্য চট্টগ্রামের ছেলে আবদুল্লাহ আল নোমানের নেতৃত্বে বাংলাদেশ তায়কোয়ানডো দল বিশ্বের বিভিন্ন দেশে গিয়ে কৃতিত্বের স্বাক্ষর রেখে এসেছে। সবশেষ নেপাল থেকে স্বর্ন পদক জিতে এসেছে বাংলাদেশ তায়কোয়ানডো দল।

পূর্ববর্তী নিবন্ধজিকো-মোরসালিন-বিশ্বনাথ পেলেন বাড়তি বোনাস
পরবর্তী নিবন্ধভারতের কাছে হার দিয়ে শুরু বাংলাদেশের