পরীক্ষা না নিয়ে ২০২০ সালের এইচএসসি পরীক্ষার্থীদের শতভাগ পাস করিয়ে দেয়ার ঘোষণা আগেই দিয়ে রেখেছিল শিক্ষা মন্ত্রণালয়। গত অক্টোবরে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির এ ঘোষণাতেই ভাগ্য নির্ধারণ হয়ে যায় এইচএসসি পরীক্ষার্থীদের। শুধু বাকি ছিল কে কত গ্রেড পয়েন্ট পাচ্ছে, তা জানার। সে ফলাফলই গতকাল প্রকাশ করল শিক্ষাবোর্ডগুলো।
তবে আগে থেকে পাসের খবর জানা থাকায় এইচএসসির ফল জানতে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে গতকাল তেমন তাড়া দেখা যায়নি। যদিও বিগত বছরগুলোতে ফলাফল জানতে হুমড়ি খেয়ে পড়তে দেখা যায় শিক্ষার্থী-অভিভাবকদের। আনুষ্ঠানিকভাবে প্রকাশের আগেই নানা ভাবে ফল জানার চেষ্টায় থাকতেন তারা। অনেকে নাওয়া-খাওয়া ছেড়ে দিয়েও ফল জানতে উদগ্রীব থাকতেন।
আনুষ্ঠানিক ফল প্রকাশের পর দেশব্যাপী লাখ লাখ শিক্ষার্থী-অভিভাবক ও তাদের আত্মীয়-পরিজন একই সময়ে ওয়েবসাইটে ফল দেখতে চেষ্টা করেন। একই সময়ে এত সংখ্যক ভিজিটরের ওয়েবসাইটে প্রবেশের চেষ্টায় ওয়েবসাইটও যেন হ্যাং হয়ে পড়ে। যার কারণে ওয়েবসাইটে ফল পেতেও বিড়ম্বনার অভিযোগও ছিল রীতিমতো।
কিন্তু গতকাল প্রকাশিত এইচএসসির ফল পেতে শিক্ষার্থী-অভিভাবকদের মাঝে এমন মরিয়া ভাব চোখে পড়েনি। ফল প্রকাশ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে জমায়েতও ছিল নিষিদ্ধ। কেবল মোবাইল ও ওয়েবসাইটের মাধ্যমে ফল প্রকাশের নির্দেশনা ছিল মন্ত্রণালয়ের। ধীরে-সুস্থে মোবাইল-ওয়েবসাইটের মাধ্যমেই ফল সংগ্রহ করেছেন শিক্ষার্থী-অভিভাবকরা। যার কারণে ফল পেতে ওয়েবসাইটের বিড়ম্বনার কথাও শোনা যায়নি গতকাল।