তাহের-মনজুর কলেজে মতবিনিময়

| বৃহস্পতিবার , ১২ নভেম্বর, ২০২০ at ৬:১৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মো. জাহেদুল হক শিক্ষকদের নিজ নিজ বিষয় প্রতিদিন ক্লাসে যাওয়ার পূর্বে পড়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, যতই পড়বেন ততই জ্ঞানে সমৃদ্ধ হবেন, যুগোপযোগী হবেন। এতে আপনি শিক্ষার্থীদের মণিকোঠায় আজীবন নন্দিত হয়ে থাকবেন। শিক্ষার্থীদের মহান মুক্তিযুদ্ধে মুক্তিযোদ্ধাদের ত্যাগের ইতিহাস পড়ানোরও আহ্বান জানান তিনি।
গত মঙ্গলবার সীতাকুণ্ডের ছোট দারোগার হাট তাহের-মনজুর কলেজ পরিদর্শন শেষে শিক্ষকদের সাথে মতবিনিময়কালে তিনি উপরোক্ত কথা বলেন। কলেজের অধ্যক্ষ মুকতাদের আজাদ খানের সভাপতিত্বে মতবিনিময়ে অংশ নেন আলহাজ মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পরিচালক এম সরোয়ার আলম, উত্তর কাট্টলী আলহাজ মোস্তফা হাকিম বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মো. আলমগীর, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মো. আবদুল আজিজ, বারৈয়াঢালা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. সিরাজুল ইসলাম, মোস্তফা হাকিম বিশ্ববিদ্যালয় কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান অসীম চক্রবর্তী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকরোনা আক্রান্ত জুয়েল আইচ আইসিইউতে
পরবর্তী নিবন্ধরাউজানে পরিচ্ছন্নতা অভিযান