তাসকিনকে সহ-অধিনায়ক করে দল ঘোষণা, সাইফ বাদ

টি-টোয়েন্টি বিশ্বকাপ

ক্রীড়া প্রতিবেদক | বুধবার , ১৫ মে, ২০২৪ at ৭:০৭ পূর্বাহ্ণ

টিটোয়েন্টি বিশ্বকাপের আর মাত্র ১৫ দিন বাকি। এই বিশ্বকাপের জন্য দল জমা দেওয়ার শেষ সময় ছিল গত ৫ মে। সে সময়ই তালিকা পাঠিয়েছিল বাংলাদেশ। তবে সেটা কাউকে জানানো হয়নি। যেহেতু আগামী ২৫ মে পর্যন্ত কোনো কারণ ছাড়াই দলে পরিবর্তন আনতে পারবে তাই সে সুযোগটাকে কাজে লাগিয়ে এবার বাংলাদেশ দল ঘোষণা করেছে গতকাল। সবার শেষে দল ঘোষণা করলেও কোনো ধরনের চমক নেই এই বিশ্বকাপ দলে। চমক যদি বলতে হয় সেটি হচ্ছে ইনজুরিতে থাকা সত্ত্বেও তাসকিন আহমেদকে দলে রাখা এবং তাকে সহ অধিনায়ক নির্বাচন করা। এছাড়া বাকি সব অনুমিতই। সৌম্য সরকারকে নিয়ে বেশ কিছুদিন ধরে যে ঘষামাঝা হচ্ছিল তাতে নিশ্চিতই ছিল বিশ্বকাপে তার জায়গা। তবে সাইফউদ্দিনের না থাকাটা হয়তো চমক বলা যাবে। এছাড়া বাকি সবাই আছে বিশ্বকাপের দলে। তাসকিনের ব্যাপারে প্রধান নির্বাচক বলেছেন, যেহেতু বাংলাদেশের বিশ্বকাপ শুরু হতে এখনো তিন সপ্তাহের বেশি সময় আছে সেহেতু ততদিনে ফিট হয়ে উঠবেন তাসকিন।

তাসকিনের ইনজুরি ছাড়া বিশ্বকাপের স্কোয়াডে কৌতুহলের জায়গা ছিল কেবল আর একটিই। সেখানে নির্বাচক কমিটি আস্থা রেখেছেন পেসার তানজিম হাসান সাকিবের উপর। দলে ঠাঁই পাননি পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফ উদ্দিন। প্রধান নির্বাচক জানালেন, আগে যে দল আইসিসিতে তারা পাঠিয়েছিলেন, সেখান থেকে পরিবর্তন এই একটিই। সাইফের জায়গাটি নিয়েছেন তানজিম।

জিম্বাবুয়ের বিপক্ষে সদ্য সমাপ্ত সিরিজে পারফরম্যান্স খুব ভালো ছিল না দুজনের কারও। দুই ম্যাচ খেলে তানজিমের উইকেট ছিল একটি। এক ম্যাচে চার ওভারে ২৬ রান দিলেও পরের ম্যাচে চার ওভারে তিনি দিয়েছেন ৪২ রান। সাইফ চার ম্যাচ খেলে উইকেট শিকার করেছেন আটটি। যৌথভাবে যা সিরিজের সর্বোচ্চ। কিন্তু ওভারপ্রতি রান দিয়েছেন ৯.৩১। বিশেষ করে শেষ দুই ম্যাচে তিনি রান দিয়েছেন চার ওভারে ৪২ ও ৫৫। এটিই তার বিপক্ষে গেছে বলে আভাস পাওয়া গেল প্রধান নির্বাচকের কথায়। ম্যাচের বিশেষ যে পরিস্থিতিতে তার কাছে যেটুকু চাওয়া ছিল, সাইফ তা পূরণ করতে পারেননি বলেই মনে করেন নির্বাচকরা। তাসকিন ইনজুরিতে পড়েন জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের চতুর্থ ম্যাচে ফিল্ডিংয়ের সময়। তার স্ক্যান রিপোর্ট পাঠানো হয় যুক্তরাষ্ট্রে। তার ইনজুরির এখনকার অবস্থা বিস্তারিত জানাননি প্রধান নির্বাচক। মেডিকেল বিভাগ থেকে তা বিস্তারিত জানানো হবে।

বিশ্বকাপ দলে পঞ্চম পেসারের প্রয়োজন পড়লে কাজ চালাবেন সৌম্য সরকার। পেসার একজন বাড়তি না নিয়ে স্পিনার তানভির ইসলামকে ১৫ জনের দলে রেখেছেন নির্বাচকরা। সেন্ট ভিনসেন্টের উইকেটে স্পিন ধরবে বলেই ধারণা করছেন তারা। বিশেষ করে, বিশ্বকাপে সময় যত গড়াবে, উইকেটে স্পিনারদের সহায়তা ততই বাড়তে থাকবে বলে মনে করছেন তারা। লিটন কুমার দাসের ফর্ম নিয়ে দুর্ভাবনার কথাও সংবাদ সম্মেলনে উল্লেখ করেছেন গাজী আশরাফ লিপু। বিকল্প হিসেবে এনামুল হকের নাম আলোচনায় এসেছিল। তবে শেষ পর্যন্ত লিটনকেই উপযুক্ত মনে হয়েছে টিম ম্যানেজমেন্টের কাছে। অভিজ্ঞ ব্যাটসম্যানকে ছন্দে ফেরাতে টিম ম্যানেজমেন্ট ও কোচিং স্টাফ চেষ্টা করে যাচ্ছেন বলে জানালেন তিনি। বিশ্বকাপের ১৫ জনের স্কোয়াডের বাইরে অতিরিক্ত হিসেবে দলের সঙ্গে যাবেন পেসার হাসান মাহমুদ ও ব্যাটসম্যান আফিফ হোসেন। বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রে তিন ম্যাচের টিটোয়েন্টি সিরিজের দলেও থাকবেন এই দুজন। তাসকিন ইনজুরি কাটিয়ে উঠতে না পারলে পেসার হাসান মাহমুদকে দেখা যাবে বিশ্বকাপেও।

আগামী ৭ জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে ডালাসে শুরু বাংলাদেশের বিশ্বকাপ। ১০ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ নিউ ইয়র্কে। এরপর সেন্ট ভিনসেন্টে লড়াই নেদারল্যান্ডস ও নেপালের সঙ্গে। বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রে তিন ম্যাচের টিটোয়েন্টি সিরিজ হবে ২১, ২৩ ও ২৫ মে। বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতি ম্যাচও খেলার কথা বাংলাদেশ দলের।

বাংলাদেশ বিশ্বকাপ দল : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাসকিন আহমেদ (সহঅধিনায়ক), লিটন কুমার দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলি, রিশাদ হোসেন, শেখ মেহেদি হাসান, তানজিম হাসান, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানভির ইসলাম। রিজার্ভ : হাসান মাহমুদ ও আফিফ হোসেন।

পূর্ববর্তী নিবন্ধবাবার গাড়ির চাবি দিয়ে অন্যের প্রাইভেট কার চুরি, কিশোর গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধবহদ্দারহাটে অটোটেম্পু থেকে চাঁদা দাবি, আটক ৫