তালেবান প্রতিশ্রুতি ভঙ্গ করছে: জাতিসংঘ

| মঙ্গলবার , ১৪ সেপ্টেম্বর, ২০২১ at ৬:১১ পূর্বাহ্ণ

আফগানিস্তানের তালেবান শাসকরা প্রকাশ্যে মানবাধিকার বিশেষত, নারী অধিকার রক্ষায় যেসব প্রতিশ্রুতি দিয়েছে তা ভঙ্গ করছে। তারা নারীদের ঘরে থাকার নির্দেশ দিচ্ছে, কিশোরীদের স্কুলে যেতে বাধা দিচ্ছে।
এমনকী ঘরে ঘরে পুরোনো শত্রুদের খুঁজে বেড়াচ্ছে বলে সোমবার জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার মিশেল ব্যাশেলে। খবর বিডিনিউজের।
তিনি বলেন, তালেবান গতমাসে ক্ষমতা দখলের পর আফগানিস্তান ‘নতুন এবং এক বিপজ্জনক’ অধ্যায়ে প্রবেশ করেছে। নারীরাসহ জাতিগত এবং ধর্মীয় অনেক সমপ্রদায়ই গভীরভাবে উদ্বিগ্ন। জেনেভায় মানবাধিকার পরিষদে মিশেল বলেন, তালেবান নারী অধিকার সমুন্নত রাখার আশ্বাস দিলেও গত তিন সপ্তাহে এর উল্টোটাই দেখা গেছে। তারা নারীদেরকে রেখে অন্তরালে। তালেবানের নতুন সরকারে নারী প্রতিনিধিত্ব না থাকা নিয়েও ব্যাশেলেট হতাশা প্রকাশ করেন।
কোথাও কোথাও ১২ বছরের মেয়েদের স্কুলে যাওয়া নিষিদ্ধ করা হয়েছে। নারীদের ঘরে থাকতে বলা হয়েছে সে ১৯৯৬-২০০১ সালের সময়কার তালেবান শাসনের মতো।

পূর্ববর্তী নিবন্ধসু চি অসুস্থ, হাজির হননি আদালতে
পরবর্তী নিবন্ধবিচারকের আসনে দুই শিল্পী