তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি তালেবান ও আইএসের কায়দায় হামলার কর্মসূচি দিচ্ছে। বিএনপি এখন তালেবান কিংবা ইসলামী স্টেট–আইএস যেভাবে কর্মসূচি ঘোষণা করে ঠিক একই কায়দায় অনলাইন প্ল্যাটফর্মে কর্মসূচি ঘোষণা শুরু করেছে এবং কার্যত অবরোধের নামে মানুষ ও গাড়ি–ঘোড়ার ওপর হামলা পরিচালনা করা, জ্বালিয়ে দেওয়াই তাদের কর্মসূচি, অন্য কোনো কিছু নয়।
গতকাল দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। তিনি বলেন, অবশ্যই যে কেউ রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারে। কিন্তু বিএনপি রাজনৈতিক কর্মসূচি পালন করছে না। এরা অবরোধের নামে মানুষ ও মানুষের সহায় সম্পত্তির ওপর হামলা পরিচালনা করছে। তাদের হাত থেকে কেউ রেহাই পাচ্ছে না। ইসরায়েলি বাহিনীর মতো বিএনপির হাত থেকেও অ্যাম্বুলেন্স, হাসপাতাল কোনোটাই রেহাই পাচ্ছে না। খবর বাসসের।
ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর হামলার উদাহরণ টেনে হাছান বলেন, আপনারা জানেন, ২৮ অক্টোবর কীভাবে হাসপাতালের ওপর হামলা পরিচালনা করে অ্যাম্বুলেন্সসহ বহু গাড়ি–ঘোড়া জ্বালিয়ে দেওয়া, ভাঙচুর করা হয়েছিল এবং এরপরে আবারও বিভিন্ন জায়গা হামলা হয়েছে, রোগীবাহী অ্যাম্বুলেন্স ভাঙচুর করে জ্বালিয়ে দেওয়া হয়েছে, শিক্ষার্থীবাহী বাসে আগুন দেওয়া হয়েছে। ইসরায়েলি বাহিনী যেমন গাজায় স্কুলে, শিক্ষার্থীবাহী গাড়ির ওপর আক্রমণ চালাচ্ছে, এখানেও বিএনপি–জামায়াত একই কায়দায় এই কাজগুলো করছে।