তালেবানের হুমকি উপেক্ষা করে আফগানিস্তানে নারীদের বিক্ষোভ

| শনিবার , ১১ সেপ্টেম্বর, ২০২১ at ৭:০৪ পূর্বাহ্ণ

আফগানিস্তানে তালেবানের ঘরে থাকার চাপ, হুমকি উপেক্ষা করে নিজেদের অধিকার আদায়ে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে নারীরা। আফগানিস্তানের কয়েকটি জায়গায় আবার বিক্ষোভে নেমেছে তারা। পাকিস্তান দূতাবাসের কাছে বেশ কয়েকজন জড়ো হয়ে প্রতিবাদ জানানোর সময় তালেবান সদস্যরা ফাঁকা গুলি ছুড়ে বিক্ষোভ ছত্রভঙ্গ করেছে বলে অভিযোগ বিক্ষোভকারীদের। বিবিসি জানায়, আইনমন্ত্রণালয়ের অনুমোদন না পাওয়া পর্যন্ত বিক্ষোভ নিষিদ্ধ রেখেছে তালেবান।
কিন্তু সে নিষেধাজ্ঞা উপেক্ষা করেই কয়েকডজন বিক্ষোভকারী ‘মুক্তি চাই’ স্লোগান দিয়ে কাবুলে পাকিস্তানের দূতাবাসের কাছে জড়ো হয়ে বিক্ষোভ করেছে। পারওয়ান ও নিমরুজ প্রদেশেও বিক্ষোভের খবর পাওয়া গেছে। খবর বিডিনিউজের।
পারওয়ানে তালেবান গুলি ছুড়েছে বলে খবর জানিয়েছে আমাজ নিউজ। বিক্ষোভকারীরা ‘পাকিস্তান নিপাত যাক’, যুক্তরাষ্ট্র নিপাত যাক, অস্ত্রের জোরে আমাদের কণ্ঠ রোধ করা যাবে না’ ধ্বনিতে স্লোগান দিয়েছে। কাবুলের উত্তর-পূর্বের কাপিসা প্রদেশে নারীদের আরেকটি বিক্ষোভ হওয়ার খবর জানানো হয়েছে স্থানীয় গণমাধ্যমের খবরে। সেখানে কয়েকজন নারী গ্রেপ্তার হওয়ার খবর পাওয়া গেছে।
রাজধানী কাবুলে বিক্ষোভে নামা এক নারী বলেছেন, বিক্ষোভ করা আমাদের অধিকার। তালেবান নতুন মন্ত্রিসভা দিয়ে কি বোঝাতে চেয়েছিল সেটি আমরা এখন জানি। আমরা এর প্রতিবাদ জানাব। তালেবান বলে আসছিল তারা নতুন মন্ত্রিসভা ঘোষণা না করা পর্যন্ত নারীদেরকে অপেক্ষা করতে হবে। আর এখন দেখা যাচ্ছে, একজন নারীও সেই মন্ত্রিসভায় নেই।
নারীদের অধিকার রক্ষায় বেশ কয়েকদিন ধরেই আফগানিস্তানে নারী বিক্ষোভ চলে আসছে। তার মধ্যে তালেবান নতুন সরকারের মন্ত্রীদের নাম ঘোষণার পর বুধবার নতুন করে কাবুল এবং উত্তর-পূর্বাঞ্চলীয় বাদাখশান প্রদেশে নারী বিক্ষোভ হয়েছে। তালেবান সরকারে নারী মন্ত্রী রাখার দাবি তোলা কয়েকজন নারীকে তালেবান পিটিয়েছে এবং বিক্ষোভ ছত্রভঙ্গ করেছে বলে খবর পাওয়া গেছে। তাছাড়া, নারীদের বিক্ষোভের খবর সংগ্রহ করতে গিয়ে তালেবানের হাতে বেদম মারধরের শিকার হয়েছেন একাধিক সাংবাদিকও। এর আগে গত মঙ্গলবার হেরাতে এক বিক্ষোভ চলাকালে তিনজন নিহত হয়েছিল। তবে তালেবান এই সহিংসতায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে।

পূর্ববর্তী নিবন্ধশি-বাইডেন ফোনালাপ
পরবর্তী নিবন্ধআগ্রহ না দেখানো ছবিটিও পেল ৭টি সিনেমা হল