তালা ও চার্জলাইটের পাত বানিয়ে আনা দেড় কেজি স্বর্ণ জব্দ

চট্টগ্রাম বিমানবন্দরে যাত্রী আটক

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২৩ ফেব্রুয়ারি, ২০২৪ at ৮:১১ পূর্বাহ্ণ

তালা ও চার্জলাইটের ব্যাটারির ভেতরে স্বর্ণের পাতের ওপর লিথিয়ামের প্রলেপ দিয়ে লুকিয়ে আনা দেড় কেজি স্বর্ণ জব্দ করা হয়েছে। গত বুধবার (২১ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এফজেড০৫৬৩ ফ্লাইটে আসা মোহাম্মদ জাহাঙ্গীর আলম নামের এক যাত্রীর ব্যাগ থেকে এ স্বর্ণ উদ্ধার করা হয়। জাহাঙ্গীর আলমের বাড়ি কক্সবাজারে। তিনি বেশ কৌশলে একটি বড় তালার ভিতরের যন্ত্রাংশ বানিয়ে স্বর্ণ নিয়ে আসেন। একইভাবে তিনি চার্জলাইটের ব্যাটারির ভিতরেও স্বর্ণ আনেন। বিমানবন্দরের একজন কর্মকর্তা জানান, ফ্লাইটটি সকাল ৯টা ৪৮ মিনিটে অবতরণ করার পর তার গতিবিধি সন্দেহজনক হলে তাকে আটক করা হয়। তার ব্যাগেজ তল্লাশি করা হয়। তল্লাশিকালে তার সাথে থাকা তালা এবং চার্জলাইটে স্বর্ণ পাওয়া যায়। কাস্টমস কর্তৃৃপক্ষ তাকে পুলিশে সোপর্দ করেছে এবং স্বর্ণগুলো জব্দ করে।

পূর্ববর্তী নিবন্ধঅবসরের ৬ মাসের মধ্যে শিক্ষক-কর্মচারীদেরকে ভাতা দেওয়ার নির্দেশ
পরবর্তী নিবন্ধবাঁশখালীর সাবেক ও নতুন এমপির পাল্টাপাল্টি হুমকি