তালবাড়িয়া স্কুলে শিক্ষকের বিদায় সংবর্ধনা

মীরসরাই প্রতিনিধি | শুক্রবার , ৯ সেপ্টেম্বর, ২০২২ at ৬:৪৩ পূর্বাহ্ণ

মীরসরাই উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ও তালবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে প্রধান শিক্ষক মনজুর কাদের চৌধুরীর অবসর জনিত কারণে বিদায় সংবর্ধনা গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। বিদ্যালয় মাঠে মেজবাহ উল আলম চৌধুরীর সভাপতিত্বে ও মাস্টার রেজাউল করিমের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন। প্রধান আলোচক ছিলেন উপজেলা শিক্ষা অফিসার এ কে এম ফজলুল হক।
বিশেষ অতিথি ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ইয়াছমিন শাহীন কাকলী, উপজেলা রিসোর্স ইন্সট্রাক্টর জিল্লুর রহমান, সহ শিক্ষা কর্মকর্তা বশির আহমেদ সরকার, আবুতোরাব মজুমদার। বক্তব্য রাখেন আজিজুল হক, মফিজুল হক, কাউন্সিলর এবায়দুর রহমান, ইকবাল হোসেন, আমির হোসেন সুমন প্রমুখ। অনুষ্ঠানে বিদায়ী প্রধান শিক্ষকের হাতে সম্মাননা স্মারক ও বিভিন্ন উপহারসামগ্রী তুলে দেন অতিথিবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় সামাজিক সম্প্রীতি সমাবেশ
পরবর্তী নিবন্ধরাঙামাটি জেলা পরিষদের ৮৩ কোটি টাকার বাজেট ঘোষণা