তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

কর্ণফুলী পেপার মিল

কাপ্তাই প্রতিনিধি | রবিবার , ২৮ জুলাই, ২০২৪ at ১০:৫৭ পূর্বাহ্ণ

কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনাস্থ কর্ণফুলী পেপার মিলের অভ্যন্তরে বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির নাম মো. আবুল কাশেম বাবুল (৫৮)। তিনি চন্দ্রঘোনার সাদেকের ঘোনা নামক এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন। মৃত বাবুল তিন কন্যা এবং এক পুত্র সন্তানের জনক বলে জানা গেছে।

কাপ্তাই থানার ওসি মো. আবুল কাশেম জানান, ধারণা করা হচ্ছে ঘটনাটি তিন থেকে চার দিন আগে ঘটেছে। মৃত বাবুলের হাত এবং পা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝলসে গেছে। ঘটনাস্থল (কেপিএমের বন্ধ নিউ ওয়াশিং প্ল্যান্ট) নির্জন এবং সেখানে সাধারণত কারো যাতায়াত হয় না। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে স্পৃষ্ট হয়ে তিনি মারা যান। তিনি জানান, শনিবার সকালে লাশের দুর্গন্ধ ছড়ানোর পর ঘটনাটি সকলের নজরে আসে। পরে থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙামাটি মর্গে পাঠায়। মৃত বাবুলের স্ত্রী জানান, গত চারদিন ঘরে বাবুলের কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। এ ব্যাপারে তিনি কাপ্তাই থানায় একটি জিডিও করেছেন। দরিদ্র হলেও তার স্বামী কখনও চুরির সঙ্গে যুক্ত নন বলে জানান তিনি। তবে ঘটনাস্থলে কিভাবে গিয়েছেন ধারণা করতে পারছেন না তিনি। এদিকে ঘটনার খবর পেয়ে কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহিদ, কাপ্তাই থানার ওসি মো. আবুল কাশেম, কেপিএমের এমডি মো. আবদুল হাকিম এবং কেপিএমের প্রশাসন বিভাগীয় প্রধান আব্দুল্লাহ আল মাহমুদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পূর্ববর্তী নিবন্ধএহছানুল হক মনির মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা
পরবর্তী নিবন্ধনৈতিক সমাজ গঠনে নুর মোহাম্মদ আলকাদেরী আমৃত্যু কাজ করেছেন