সীতাকুণ্ডে রাতের আঁধারে পল্লী বিদ্যুতের বিকল্প লাইনের তার চুরির সময় চোরচক্রকে ধাওয়া দিয়েছে এলাকাবাসী। এ সময় কাউকে আটক করা সম্ভব না হলেও ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণে বিদ্যুতের বারো স্প্যানের তার, ক্রসন ও ইনসুলেটর উদ্ধার করা হয়েছে। এছাড়াও উদ্ধার করা হয়েছে তার কাটার কাজে ব্যবহৃত ব্লেডসহ বিভিন্ন সরঞ্জাম। গত সোমবার রাতে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের কেমিক্যাল কমপ্লেক্স গেট সংলগ্ন রেললাইন এলাকায় এ ঘটনা ঘটে। সোহাগ নামে স্থানীয় এক দোকানদার জানান, রাতে দোকান বন্ধ করে রেললাইনে হেঁটে বাড়ি ফেরার সময় বিদ্যুতের পিলারের উপর তার কাটার শব্দ শুনতে পান। এই সময় তিনি বিষয়টি মুঠোফোনে এলাকার বেশ কয়েকজনকে জানালে তারা ১০–১৫ জন একত্রিত হয়ে চোরের দলকে ধাওয়া দেন। তাৎক্ষণিক বিষয়টি থানা পুলিশকে অবহিত করার পাশাপাশি বিদ্যুৎ অফিসকেও জানান তারা। পরে তারা ঘটনাস্থলে এসে লাইন থেকে কেটে ফেলা তারসহ বিদ্যুতের বেশকিছু সরঞ্জাম উদ্ধার করে নিয়ে যায়। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ বলেন, রাতে চুরির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তারা কেটে রাখা তারসহ বিদ্যুতের সব সরঞ্জাম উদ্ধার করে পল্লী বিদ্যুতের লোকজনকে বুঝিয়ে দেন। তবে এ ব্যাপারে পল্লীবিদ্যুৎ কর্তৃপক্ষ কোনো ধরনের অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সীতাকুণ্ড পল্লী বিদ্যুতের ডিজিএম পঙ্কজ চৌধুরী বলেন, যে লাইন থেকে তার চুরি হয়েছে, সেটি তাদের বিকল্প লাইন। সেটির কাজ এখনো চলমান রয়েছে। ক্ষয়ক্ষতি নিরূপণ শেষে তারা এ ব্যাপারে মামলা দায়ের করবেন।