তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচার ও অপপ্রচারের দুঃসাহস মেনে নেয়া যাবে না

উত্তরজেলা বিএনপির বিক্ষোভ সমাবেশে গোলাম আকবর খোন্দকার

| শুক্রবার , ১৮ জুলাই, ২০২৫ at ৬:০৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকার বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচার ও অপপ্রচারের দুঃসাহস কোনভাবেই মেনে নেয়া যাবে না। তার বিরুদ্ধে অপপ্রচার সহ্য করা হবে না। জনগণ জানে কারা এই অবৈধ শক্তি, কারা এই অপ্রচারের পেছনে কাজ করছে। তারা এক নতুন ষড়যন্ত্রের পাঁয়তারা করছে। তিনি গতকাল বৃহস্পতিবার তারেক রহমানের বিরুদ্ধে অবমাননাকর ও কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে উত্তর জেলা বিএনপির উদ্যোগে নাসিমন ভবন চত্বরে আয়োজিত প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে একথা বলেন। তিনি আরো বলেন, সংস্কারের নামে জাতীয় নির্বাচন পেছানোর নতুন ফাঁদ তৈরি করা হচ্ছে। অথচ বিএনপির ৩১ দফা কর্মসূচিতেই সকল প্রকার গণতান্ত্রিক সংস্কারের রূপরেখা রয়েছে। নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করা হলে জনগণ তা প্রতিহত করবে। তিনি আগামী দিনে সুষ্ঠু নির্বাচনের দাবিতে ঐক্যবদ্ধ হওয়ার জন্য নেতাকর্মীদের প্রতি আহবান জানান।

উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. নুরুল আমিনের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এম এ হালিম, অধ্যাপক ইউনুচ চৌধুরী, ছালাউদ্দিন, নূর মোহাম্মদ, ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, অধ্যাপক আজম খান, অ্যাডভোকেট এম এ তাহের, কর্নেল (অব.) আজিম উল্লাহ বাহার, আব্দুল আউয়াল চৌধুরী, অধ্যাপক জসিম উদ্দিন চৌধুরী, মোহাম্মদ সেলিম চেয়ারম্যান, অধ্যাপক কুতুব উদ্দিন বাহার, আনোয়ার হোসেন, আবু আহাম্মদ হাসনাত, আজিজুর রহমান চৌধুরী, জহির আজম চৌধুরী, জাকির হোসেন, আবু আহমেদ, কাজী মহিউদ্দিন, এজাহার মিয়া, মাহাবুব ছাফা, মাইনুদ্দিন লিটন, জামশেদ আলম কমিশনার, মোশারফ হোসেন দিদার, সরওয়ার উদ্দিন সেলিম, মুরাদ চৌধুরী, আব্দুল মোতালেব চৌধুরী, শফিউল আলম চৌধুরী, মোহাম্মদ সিদ্দিক, বদরুল আলম, সৈয়দ নাসির উদ্দিন, মুক্তিযোদ্ধা ফজল বারেক, জয়নুল আবেদীন দুলাল, মোহাম্মদ মোরসালিন, মোহাম্মদ সিদ্দিক, শফিউল আলম চৌধুরী, আমিনুল ইসলাম তোহিদ, নার্গিস আক্তার, এইচএম নুরুল হুদা,অ্যাডভোকেট খোরশেদুল আলম, ফখরুল ইসলাম, জাহিদুল আফসার জুয়েল, মনিরুল আলম জনি, সরওয়ার হোসেন রুবেল, ফরিদা আক্তার, কবির চেয়ারম্যান, সেলিম নূর, মোহাম্মদ আশরাফ উল্লাহ, সরোয়ার হোসেন রুবেল, সজীবউদ্দৌলা সজীব প্রমুখ। শেষে এক বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় নাসিমন ভবন চত্বরে এসে শেষ হয়।

আজকের কর্মসূচি :

জুলাই আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির দেশব্যাপী জাতীয় কর্মসূচির অংশ হিসেবে উত্তর জেলা বিএনপির উদ্যোগে ৬ দিন ব্যাপী কর্মসূচির দ্বিতীয় দিনে আজ শুক্রবার বাদ জুমা দোয়া মাহফিল ও নাসিমন ভবন চত্বর থেকে মৌন মিছিলের আয়োজন করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধষড়যন্ত্রকারী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান
পরবর্তী নিবন্ধটিকটকে ছাত্রীদের নিয়ে আপত্তিকর ভিডিও স্কুলছাত্র বহিষ্কার