তারুণ্যের উচ্ছ্বাসের আবৃত্তি কর্মশালার সমাবর্তন

| শনিবার , ১ ফেব্রুয়ারি, ২০২৫ at ৮:৪৫ পূর্বাহ্ণ

তারুণ্যের উচ্ছ্বাস পরিচালিত নিয়মিত শুদ্ধ উচ্চারণ ও আবৃত্তি কর্মশালার ৩১তম আবর্তনের সমাবর্তন অনুষ্ঠান গত ৩০ জানুয়ারি সন্ধ্যায় থিয়েটার ইন্সটিটিউট চট্টগ্রাম মিলনায়তনে অনুষ্ঠিত হয়। মৌ দত্তের সঞ্চালনায় এবং তারুণ্যের উচ্ছ্বাস সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলামের সভাপতিত্বে সমাবর্তন আয়োজনে অতিথি ছিলেন সাউদার্ন বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার ও লেখক আ ফ ম মোদাচ্ছের আলী, সম্মিলিত আবৃত্তি জোট চট্টগ্রাপসা ফারুক তাহের, শিশুসাহিত্যিক উৎপল কান্তি বড়ুয়া এবং অরুণ শীল। অতিথির বক্তব্যে আ ফ ম মোদাচ্ছের আলী বলেন, শিল্পের সাংগঠনিক চর্চা আমাদের সংঘবদ্ধ হয়ে ভাল ও সুন্দর কাজ করতে শিখায় এবং মানুষের প্রতি শ্রদ্ধাবোধ তৈরির শিক্ষা দেয়। এ জনপদের সাংস্কৃতিক চর্চা ও প্রসারে বিগত সময়ে তারুণ্যের উচ্ছ্বাসের ভূমিকা অনস্বীকার্য। ফারুক তাহের বলেন, দেশের যে কোনো ক্রান্তিকালে আবৃত্তি ও বাচিকশিল্পীরা বিশেষ অবদান রেখেছেন। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের বাচিকশিল্পী ও কর্মীরা আমাদের মহান মুক্তিযুদ্ধে কোটি কোটি মানুষকে ঐক্যবদ্ধ হতে অগ্রণী ভূমিকা পালন করেন। শিশুসাহিত্যিক উৎপল কান্তি বড়ুয়া বলেন, শিশুদের কন্ঠে নিয়মিত ছড়া আবৃত্তির অনুরণন একজন শিশুসাহিত্যিক হিসেবে আমাকে আপ্লুত করে। অরুণ শীল বলেন, সুন্দর শিল্পের চর্চা আরো বেগবান করে সমাজকে সুন্দরের পথে এগিয়ে নিতে হবে। এরপর তারুণ্যের উচ্ছ্বাস শুদ্ধ উচ্চারণ ও আবৃত্তি কর্মশালার ৩১তম আবর্তনের সমাপনী পরীক্ষায় উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেন অতিথিবৃন্দ। সমাবর্তন পর্বের পর অনুষ্ঠিত হয় সনদপত্রপ্রাপ্ত নবীন শিল্পীদের পরিবেশনায় আবৃত্তি পর্ব। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনিজস্ব চিন্তা-চেতনা, আবেগ ও ব্যঞ্জনা চিত্রিত করেন কবি তাঁর কবিতায়
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে এসএসসি-৯১ব্যাচের মিলনমেলা