বছরের শুরুতে দ্বৈত গান নিয়ে হাজির হচ্ছেন জনপ্রিয় সংগীতশিল্পী কাজী শুভ ও কণ্ঠশিল্পী তামরীন অনন্যা। ‘কেমন করে বোঝাই’ শিরোনামের গানটির কথা লিখেছেন ফয়সাল রাব্বিকীন। সংগীতায়োজন করেছেন রেজোয়ান শেখ। এরই মধ্যে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে।
আশা ব্যক্ত করে কাজী শুভ বলেন, বেশ সুন্দর কথা-সুরের একটি গান এটি। আমার গাইতে ভালো লেগেছে। অনন্যা নতুন হলেও গেয়েছে ভালো। আমার বিশ্বাস, সবার গানটি ভালো লাগবে।
কাজী শুভর সঙ্গে গান গাওয়ার অভিজ্ঞতা জানিয়ে অনন্যা বলেন, গানটির কথা-সুর বেশ মনে ধরেছে। তাছাড়া কাজী শুভ ভাইয়ের মতো একজন জনপ্রিয় শিল্পীর সঙ্গে গাইতে পারার অভিজ্ঞতাটাও অসাধারণ। আমার বিশ্বাস, গানটি প্রকাশ হলে শ্রোতারা পছন্দ করবেন। খুব শিগগির জি-সিরিজের ব্যানারে তৈরি হয়েছে গানটি। এটি একটি নাটকে ব্যবহার করা হবে। বর্তমানে একাধিক গানের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন কাজী শুভ। আগামী ভালোবাসা দিবস ও ঈদের গান নিয়েই মূলত তার এই ব্যস্ততা। অন্যদিকে অনন্যার আরো কয়েকটি গান তৈরি হয়েছে। এসব গান খুব শিগগির মুক্তি পাবে।